দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলার মাদক চক্রে কৌতুক শিল্পী ভারতী সিং ও স্বামী হর্ষ লিম্বচিয়া ক্লিনচীট পান নি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ফের জেরার জন্য এই দম্পত্যিকে ডাকে আজ। আজ সোমবার ভারতী ও হর্ষ এনসিবির অফিসে দ্বিতীয়বার হাজির হন বলে জানা যাচ্ছে। তবে এবারের জেরা বেশ গোপনীয়তা বজায় রেখেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অর্জুন রামপালের গ্রেপ্তারির সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি ভারতী ও হর্ষের ফের হাজিরায় সন্দেহ দানা বঁধেছে একাধিক মহলে। চলতি বছর নভেম্বরে এই দম্পত্যিকে গ্রেপ্তার করে এনসিবি। বাড়ি ও অফিস মিলি বেশ আশি গ্রামের উপরে গাজা বাজেয়াপ্ত করা হয়। যদিও পরে জামিন পেয়ে যায় ভারতী ও হর্ষ। তবে খবর আসে এনসিবির তরফ থেকে পক্ষ রাখার দুই অফিসারই হাজির হন নি সেই দিন। পরে ভারতীর জামিন খারিজ করার দাবিও ওঠে। সম্প্রতি জানা যাচ্ছে, ভারতী ও হর্ষকে ফের জেরার করছে এনসিবি। আদালতের তরফে জানানো হয় আগামী জানুয়ারি মাসেই ভারতী ও হর্ষের জামিনের উপর শুনানি হবে। তাই জেরার মধ্য থেকে সন্দেহজনক কিছু মিললেই ফের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই ভারতী টেলিভিশনে কাজ শুরু করে দিয়েছিল। প্রথমে কাজ ছেড়ে দেওয়ার জল্পনা শুরু হলেও পরে ‘কপিল শর্মা’ শো এ দেখা যায় ভারতীকে। কপিল শর্মা সহ ক্রুষ্ণা অভিষেক, ভারতীর পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।