নির্বাচনী জনসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে তৃণমূলের সাথে বামেদেরও বিঁধতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। এদিন, ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরের কিস্তির ১৮ হাজার কোটি টাকা পাঠান স্বয়ং প্রধানমন্ত্রী। আর তারপরেই প্রধানমন্ত্রী বলেন, ” ১লক্ষ ১০হাজার টাকার বেশি এই প্রকল্পে পেয়েছেন চাষি। কোনও দুর্নীতি, কোনও কাটমানি নেই এর পিছনে।”
এর সাথেই মুখ্যমন্ত্রীর সরকার ও বামেদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “৩০ বছর ধরে যে দল রাজত্ব করেছেন, তাদের কত লোক আছেন। কিন্তু মমতা সরকার যে কিষান-নিধি প্রকল্প চালু করেননি, তা নিয়ে বাংলায় কোনও আক্রমণ গড়ে তোলেনি সেই দল। কৃষকদের জন্য যখন এত ভালোবাসা, তাহলে তখন নিজেদের ভূমি বাংলায় কৃষকদের ন্যায়ের জন্য, প্রধানমন্ত্রী কিষান-নিধি প্রকল্পের টাকা যাতে কৃষকরা পান, সেজন্য আন্দোলন করেননি কেন? কেন আপনারা কখনও আওয়াজ তোলেননি। কিন্তু আপনারা ওখান থেকে উঠে পাঞ্জাবে পৌঁছে গেলেন। তখনই প্রশ্ন উঠতে শুরু করে।”
আরো পড়ুন:বারাণসীতে এই প্রথম শুরু হতে চলেছে ‘গ্রিন বোট’ পরিষেবা!
বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, “কৃষকদের উল্টোপাল্টা বোঝাবেন না। এই সব দল ও আগের সরকারের জন্য কৃষিতে উন্নতি হয়নি। গরিব কৃষক এদের জন্য আরও গরিব হয়েছে। ২০১৪ থেকে আমরা নতুন রণকৌশল নিয়ে কাজ করছি। যৎসামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী ফসল বিমার সুবিধা চাষিদের। ৮৭ হাজার কোটি টাকা বিমার থেকে পেয়েছেন চাষিরা।”
ক্ষুব্ধ হয়ে কৃষকদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য লাখ লাখ কৃষক অনলাইনে আবেদন করেছেন। কিন্তু তাতে ছাড়পত্র দিচ্ছে না বাংলা। তাতে তিনি রীতিমতো ‘হতবাক’ এবং ‘দুঃখিত’ বলেও জানান। সব রাজ্য টাকা পায়, শুধু পায় না বাংলা। রাজ্যের কৃষক ভাইয়েরা যোজনার টাকা পাচ্ছেন না।”