দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ যে এনআরসি (NRC) নিয়ে বছরের গোড়া থেকে আন্দোলন হয়ে আসছে এবার সেই ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন অ্যাক্ট নিয়ে মুখ খুললেন বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর(BGB) প্রধান শফিউল ইসলাম (Safiul Islam)। তিনি জানান যে, এটা সম্পূর্ণ ভারতীয় সরকারের বিষয়। এই নিয়ে বাংলাদেশের মাথাব্যথার কিছু নেই।
অন্যদিকে বিএসএফ এর ডিজি রাকেশ আস্থানা জানিয়েছিলেন যে এবার মোট ৩২০৪ জন অনুপ্রবেশকারীকে তারা পাকড়াও করেছে বাংলাদেশ সীমান্ত থেকে। তিনি আরো জানান যে এর মধ্যে কেবলমাত্র বাংলাদেশি নয় প্রচুর সংখ্যায় দুষ্কৃতি ও চোরাব্যবসায়ীও আছে৷ গতকাল দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর প্রধান একটি সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন ও তাদের যৌথ উদ্যোগে দুই দেশের শান্তি বজায় রাখার কর্তব্যে যে দুই দেশের বাহিনীই তৎপর তা জানান।
আরো পড়ুনঃ দীর্ঘ ২৮ বছর পর ‘সিস্টার অভয়া’ হত্যা মামলায় সিবিআই’এর বিশেষ আদালতের রায়!
বিজিবি প্রধান শফিউল ইসলাম জানান যে, কেবলমাত্র চাকরি বা কাজের সন্ধানে বাংলাদেশিরা আসাম সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছে এই কথা স্বীকার্য নয়। কারণ এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি যথেষ্ট স্থিতাবস্থায় আছে৷ ফলে দেশে যে চাকরির অভাব তা বলা যায় না।
তিনি আরো জানান যে, বাংলাদেশ থেকে যদি কেউ জাল নথিপত্র দেখিয়ে অনুপ্রবেশ করতে চায় তবে সেক্ষেত্রে ভারত সরকার যে নিয়ম নীতি পালন করছে তার সঙ্গে আমরাও সহমত পোষণ করি। কিন্তু কাজের সন্ধানে রুটি-রুজির খোঁজে কেউ বাংলাদেশ ছেড়ে ভারতে আসছে এই কথা স্বীকার্য নয়।