দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বছর শেষের কয়েকটা দিনের মধ্যেই বোঝা যাচ্ছে, আসন্ন ২০২১ থেকে সাধারণের জীবনে একাধিক বদল আসতে পারে। এর মধ্যে কয়েকটি বদলের প্রভাব সরাসরি পড়তে চলেছে প্রতিদিনের জীবনযাপনে। যেমন, রান্নার গ্যাস নিয়ে বড় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সপ্তাহে রিভাইস করা হবে। ডিসেম্বর মাসে দুই ধাপে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বেড়েছে।
ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম দু’বার রিভাইস করা হয়েছে৷ প্রথম ১ ডিসেম্বর এবং তারপরে ১৫ ডিসেম্বর ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং ফরেন এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে এলপিজি-র দাম নির্ধারণ করা হয়৷ জানা যাচ্ছে, এবার থেকে প্রতি সপ্তাহে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রিভাইস করা হবে৷ প্রতি সপ্তাহে রিভাইস করা হলে একবারে অনেকটা করে দাম বাড়বে না৷ ফলে সাধারণ মানুষের সমস্যাও কম হবে৷ তবে এখনও এই বিষয়ে সরকারি ভাবে কিছু প্রকাশ করা হয়নি৷
আরো পড়ুন:লণ্ডন ফেরত্ দুই যাত্রীর শরীরে করোনা’র নতুন ‘ধরণ’! আশঙ্কা’য় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক!
পেট্রোল ও ডিজেলের দাম যেমন প্রতিদিন সকাল ৬টায় বদল করা হয়, একই ভাবে এবার থেকে গ্যাস সিলিন্ডারের দাম বদলাতে পারে প্রতি সপ্তাহে। বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারে দাম ৬৯৪ টাকা। মুম্বইয়েও দাম ৬৯৪ টাকা। কলকাতায় ৭২০.৫০ টাকা, চেন্নাইয়ে ৭১০ টাকা। এলপিজি সিলিন্ডারের দাম শেষ বার ১৫ ডিসেম্বর বাড়ানো হয়েছিল। ৫ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ১৮ টাকা করে বাড়ানো হয়েছে। ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৬.৫০ টাকা প্রতি সিলিন্ডারে বাড়ানো হয়েছে। কেন্দ্র সরকার বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দিয়ে থাকে।