চড়ছে তাপমাত্রার পারদ ! বদলাচ্ছে আবহাওয়া

0
58

দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : স্বস্তির দিন শেষ ! আবহাওয়ার ভাবগতি দেখতে তেমনই বলতে শুরু করেছেন আবহাওয়াবিদদের অনেকেই। বৃষ্টির দাপট কমে গিয়ে ফের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে পারদের। তবে এদিন বুধবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারও একই ছবি দেখা যেতে পারে। বৃষ্টি হলেও তীব্রতা একদমই থাকবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে ১৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এদিন বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৯ তারিখ আবার পশ্চিমের জেলা গুলিতে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি হলেও তাপমাত্রার ঊর্ধ্বগতি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here