দ্য ক্যালকাটা মিরর ব্যুর:রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। প্রায় ঘণ্টাদুয়েক রাজভবনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা।
রাজভবন থেকে বেরনোর সময় অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “রাজ্যপালের সঙ্গে নেহাতই সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাতে জল্পনার কিছু নেই।”
এরপরেই রাত পোহাতেই সোমবার সকালে দিল্লি উড়ে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, দিল্লির ফিরোজ শাহ কোটলার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেও, সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল রাজভবন যাওয়া প্রসঙ্গে বলেন, “আমি কি কারোর সঙ্গে দেখা করতে পারি না?”
এমনকি সেই মঞ্চে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রে খবর, প্রাক্তন প্রেসিডেন্টের মূর্তি উন্মোচন করতে পারেন শাহ। এছাড়াও অনুষ্ঠানে থাকতে পারেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এবং বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও।
বেশ কিছুদিন ধরেই সৌরভের রাজনৈতিক যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে সৌরভের বৈঠকের পর সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে যায়। বিভিন্ন মহল থেকেই সৌরভের এই সাক্ষাত্ নিয়ে জল্পনা শুরু হয়। তবে সৌরভ এই সাক্ষাত্ প্রসঙ্গে জানিয়ে দেন, পুরোটাই সৌজন্য সাক্ষাত্। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কোনও একটি সাংস্কৃতিক কমিটির বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার প্রস্তাব সৌরভকে দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়েছে রাজ্যপালের। এছাড়াও কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে সৌরভ কথা বলেন রাজ্যপালের সঙ্গে। তবে এই ঘণ্টা দুয়েকের বৈঠকে কোনও রাজনীতির প্রসঙ্গে আলোচনা হয়নি বলেই খবর। আগামী সপ্তাহে রাজ্যপালকে ইডেনে আসার জন্য আমন্ত্রণ জানান সৌরভ।