দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পিএমসি (পাঞ্জাব মহারাষ্ট্র কো অপারেটিভ) ব্যঙ্ক কেলেঙ্কারি মামলায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)র তরফ থেকে তৃতীয়বার ডাক পড়ল শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতের। প্রথমে এই খবরকে ভুয়ো বলে দাবি করলেও পরে সঞ্জয় রাউত ফিল্মিভাবে টুইট করেন। লেখেন ‘আ দেখে জারা কিস মে কিতনা হ্যায় দম।’
সালের পিএমসি ব্যঙ্ক (PMC Bank) কেলেঙ্কারিতে একাধিক লোককে জেরা করে ইডি। পরে বর্ষা রাউতকে দুইবার সমনও পাঠানো হয়। তবে তিনি দুইবারই এড়িয়ে যান। খবর, বর্ষা রাউতের ব্যঙ্কে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা স্থানান্তরিত হয়েছে অন্য এক অভিযুক্তের স্ত্রী পারবিন রাউতের অ্যাকাউন্ট থেকে। এই প্রসঙ্গেই জেরা করতে সমন পাঠানো হয় বর্ষা রাউতকে। তবে এই সমনের খবরখে প্রথমে স্বীকার করেন নি সঞ্জয় রাউত। যদিও খবর ছড়িয়ে পড়ার পর মুহুর্তেই সঞ্জয় রাউত টুইট করেন “আ দেখে জারা কিসমে কিতনা হ্যায় দম, জমকে রখনা কদম মেরে সাথিয়া।”
আরও পড়ুন:সুখবর! অপেক্ষার অবসান, চার রাজ্যে আজ থেকে করোনা’র গণটিককরণ শুরু
রাউতের এই টুইটে জল্পনা ছড়িয়েছে একাধিক মহলে। বহুক্ষেত্রে মনে করা হচ্ছে রাউতের টুইট আদতে ইডির উদ্দেশ্যেই করা হয়েছে। রাউতের স্ত্রীর সমন প্রসঙ্গে বিজেপি নেতা কিরিত সোমাইয়া বলেন, “যদি রাউতের পরিবারের সঙ্গে পিএমসির কোনো আর্থিক লেনদেন বা ব্যবসা হয়ে থাকে তাহলে তা জনগনের সামনে বলুক। দশ লাখ জনতার টাকা ফেরত দিক। পিএমসির পুনর্জন্ম চাই।”
অন্যদিকে বিজেপি নেতা রাম কদমের মতে,”মহারাষ্ট্র সরকার পুলিশ কিংবা অন্য অফিসারের দ্বারা কখনও রাত বিরেতে কারোর ঘর ভেঙে দেয় কখনও কাউকে গ্রেপ্তার করে। তবে কেন্দ্রীয় সরকারের সংস্থার কাছে কোনো চালাকি চলবে না।”