25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    মোদিজীর ইচ্ছেপূরণ! আজ থেকেই শুরু হল একটি মাত্র কার্ড মেট্রো-বাস-ট্রেনে যাতায়াত

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রধানমন্ত্রী মোদীজির বহু প্রতীক্ষিত প্রকল্পের রূপায়ণ হয়ে গেল আজই, আর তার সূচনা প্রধানমন্ত্রী নিজে হাতেই করলেন। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বা সংক্ষেপে NCMC, এই প্রকল্পের জয়যাত্রা সূচিত হল রাজধানী নিউ দিল্লী থেকে। দিল্লি মেট্রো রেলের এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে দেশের প্রথম ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আজ। এবার এই পরিষেবায় আওতায় একটি মাত্র কার্ড ব্যবহার করে দিল্লি মেট্রোর সমস্ত রুট ছাড়াও একাধিক গণপরিবহণ ব্যবস্থায় যাতায়াতের সুবিধালাভ করতে পারবে আমজনতা।

    NCMC প্রকল্পটি আদতে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গঠিত নন্দন নিলেকানি কমিটির মস্তিষ্কপ্রসূত। প্রাক্তন ইউআইএআই চেয়ারপার্সন নিলেকানির নেতৃত্বে ৫ সদস্যের কমিটি এই সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব পেশ করেছিল, যার মধ্যে অন্যতম ছিল যে নগদের পরিবর্তে দেশের নাগরিকদের সরকারি ক্ষেত্রে পেমেন্ট অর্থাৎ অর্থব্যয়ে ডিজিটাল মাধ্যমকে নিয়ে আসা।

    আরো পড়ুনঃ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া কীর্তন দরবার উপস্থিত হয়ে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দেন

    এই পরিষেবা উপভোগ করবার জন্য বেশ কিছু নিয়মবিধি ধার্য করা হয়েছে তারসঙ্গে বেশ কিছু জরুরি তথ্যও সামনে এসেছে, সেগুলি হল –

    ১) NCMC পরিষেবায় RuPay ডেবিট কার্ড মেট্রো যাতায়াত ক্ষেত্রে ব্যবহার(সোয়াইপ) করা যাবে। গত ১৮ মাসে এসবিআই, ইউকো ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ মোট ২৩টি ভারতীয় ব্যাঙ্ক গ্রাহকদের এই কার্ড ইস্যু করেছে। দিল্লি মেট্রোর (DMRC) মুখপাত্র জানিয়েছেন, ২০২২ সালের মধ্যে সমস্ত দিল্লি মেট্রো নেটওয়ার্কে NCMC পরিষেবা চালু হয়ে যাবে।

    ২) NCMC একটি স্বয়ংক্রিয় ভাড়া আদায়-এর ব্যবস্থা। এই পরিষেবায় যে কোনও স্মার্টফোনকে ব্যবহারযোগ্য পরিবহণ কার্ডে রূপান্তরিত করা যাবে, যার মাধ্যমে মেট্রো, বাস ও লোকাল ট্রেনে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। 

    ৩) NCMC পরিষেবা দিল্লি মেট্রোর সমস্ত ৪০০ কিমি যাত্রাপথে ব্যবহার করা যাবে।

    ৪) এই পরিষেবায় স্মার্টফোনের সাহায্যে স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থায় (AFC) মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান করা যাবে। দিল্লি মেট্রোর আগামী ফেজ-৪ প্রকল্পে AFC ব্যবস্থা সম্পূর্ণ ভাবে NCMC পরিষেবা নির্ভর হবে। শুধু তাই নয়, ভারতের যে কোনও শহরেও NCMC ব্যবহারযোগ্য হবে।

    ৫) AFC ব্যবস্থা সহায়ক মেট্রো স্টেশনের বিশেষ গেট তৈরির জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থাকে বরাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কালক্রমে দেশের সব মেট্রো স্টেশনেই বসতে চলেছে AFC গেট। 

    ৬) নিলেকানি কমিটির প্রস্তাব অনুযায়ী, NCMC পরিষেবায় দুই রকম লেনদেন ব্যবস্থা থাকবে। এর একটি সাধারণ ডেবিট কার্ড, যা এটিএম (ATM) কার্ড হিসেবেও ব্যবহার করা যায়। দ্বিতীয়টি লোকাল ওয়ালেট, যা ডিজিটাল লেনদেনে (contactless payments) সহায়ক হবে। 

    ৭) যাত্রীদের সুবিধায় কেন্দ্রীয় অর্থনৈতিক পরিষেবা দফতর সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে NCMC সহায়ক ডেবিট কার্ড তৈরিরও নির্দেশ দিয়েছে। 

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...