দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শেষ এক বছরে তিনি যেমন সামলেছেন ভারতীয় ক্রিকেটকে তেমনি চমক দিয়ে রাজ্য-রাজনীতির শিরোনামও দখল করেছেন। খেলোয়াড়ি জীবনের দাদাগিরিতে যেন বিরতি নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু বিগত কয়েক মাসে জল্পনা তুঙ্গে উঠেছিল যে এবার কি দাদার দাদাগিরি দেখা যাবে বঙ্গ রাজনীতিতেও! স্ত্রী ডোনা গাঙ্গুলি স্পষ্ট জানিয়েছিলেন যে তেমন সুযোগ এলে পিছপা হবেননা সৌরভ। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বঙ্গসন্তান সৌরভ গাঙ্গুলি খোদ দেশের রাজধানীতে একমঞ্চ ভাগ করে নিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে। গতকাল রবিবার তিনি ঝটিকা সফরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে যান তখন থেকেই রাজনীতি বিশেষঙ্গরা নিজেদের সন্দেহ, মন্তব্য পেশ করতে থাকেন। আর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতে একমঞ্চে অমিত শাহের সঙ্গে দেখা গেল সৌরভকে।


অবশ্য রাজধানী শহরে কোনো রাজনৈতিক মঞ্চ নয় বরং সম্পূর্ণ অরাজনৈতিক ক্ষেত্রে আলাপচারিতা সারলেন দেশের দুই দাদা। আজ দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রয়াত বিজেপি নেতা ও অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বিসিসিআই প্রেসিডেন্ট রূপে উপস্থিত ছিলেন সৌরভ, অন্যদিকে অরুণ জেটলির ছেলে রোহন জেটলি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। অমিত শাহ অবশ্য সংবাদমাধ্যমকে জানান যে তিনি প্রথমে আসতে রাজি ছিলেন না। কিন্তু পরে তিনি যখন জানতে পারেন যে সৌরভও মঞ্চে উপস্থিত থাকবেন তখন তিনি নাকি না এসে পারেননি। একই মঞ্চে ছিলেন পশ্চিম দিল্লীর বিজেপি সাংসদ প্রাক্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর।
কিছুদিন আগে দুদিনের বঙ্গ সফরে এসে অমিত শাহ দলবদলের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন যে বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণশক্তি নিয়ে ঝাঁপাবে। সঙ্গে এও জানান যে বঙ্গ-বিজয়ের মুখ ও মুখ্যমন্ত্রী হবে এক বঙ্গ সন্তান। তখন থেকেই রাজনীতিবিদরা দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন। এর আগে বাম আমলে অশোক ভট্টাচার্য ঘনিষ্ঠ রূপে পরিচয় ছিল সৌরভের তারপর পরিবর্তনের পর বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে নবান্নে সৌজন্য সাক্ষাৎ করতেও দেখা যায় তাকে। কিন্তু সবকিছুর পরেও খেলার মাঠে শাসননীতিতেই রয়ে গেছিলেন তিনি। সিএবি থেকে বিসিসিআই এই ছিল দাদার গতিবিধি, শোনা গেছিল যে এরপর দাদার চোখ আইসিসি। কিন্তু ক্রমাগত গেরুয়া শিবিরের সঙ্গে সংযোগ ও বোর্ড প্রেসিডেন্ট হয়ে অমিত-পুত্র জয় শাহের সঙ্গে ভারতীয় ক্রিকেটকে পরিচালনা করা সৌরভ কি তবে অন্যপথে পা বাড়াতে চলেছেন! অমিত শাহ অবশ্য আজকের সাক্ষাৎকে সম্পূর্ণ রূপে একটি আনুষ্ঠানিক ও সৌজন্য সাক্ষাৎই বলেছেন। কিন্তু মাঠের দাদাগিরি কি রাজনীতিতেও দেখা যাবে? এই আশা নিয়ে এখন দিন গুনছে অনেকেই।