দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ‘দুয়ারে সরকার’, ‘স্বাস্থ্যস্বাথী’র পর আরও এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্প নিয়ে হাজির তৃণমূল-কংগ্রেস সরকার। সম্প্রতি বীরভূম প্রাশাসনিক বৈঠকে প্রকল্পের সমস্ত বিবরণ দেন মুখ্যসচীব আলাপন বন্দোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতেই শুরু হচ্ছে ‘পাড়ায় পাড়ায় সমাধান’।
বৈঠকে এই প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান পাড়ার পাড়ার সমস্যা এখন বাড়িতে বসেই সমাধান হবে। আলাপন বাবুর কথায়, “হাসপাতাল আছে, অ্যাম্বুলেন্স নেই, পাইপলাইন আছে কিন্তু কোনও কারণে জল আসছে না বা স্কুলে আর একটি শ্রেণিকক্ষের প্রয়োজন, এমন কিছু সমস্যার সমাধান পাওয়া যাবে এই কর্মসূচিতে।” এই কর্মসূচী আগামী বছর ২ রা জানুয়ারী থেকে ১৫ ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। আলাপন বন্দোপাধ্যায় বিগত কিছু প্রকল্পের পরিসংখ্যান তুলে বলে, “ইতিমধ্যে গ্রাম ও শহর মিলিয়ে মোট ৬০৯টি শিবিরে ৫ লক্ষ মানুষ গিয়েছেন। ৩ লক্ষের বেশি মানুষ কিছু না কিছু পরিষেবা চেয়ে আবেদনপত্র দিয়েছেন। তার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার মানুষ তাঁদের কাঙ্খিত পরিষেবা পেয়ে গিয়েছেন। ইতিমধ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চেয়ে ৮৭ হাজার ৯১৯টি আবেদন গৃহীত হয়েছে। তার মধ্যে ২৮ হাজার ২৩৬টি পরিবার ‘স্বাস্থ্যসাথী’ কার্ড পেয়েছে।”
এ দিন ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্পের উদ্বোধনের সাথে সাথে মুর্শিদাবাদের ‘সাজনিকেতন’ সহ বীরভূমে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টনের সাতটি প্রকল্প ও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের লোগোও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ‘স্বাস্থস্বাথী’ প্রকল্পের কাজও জোড় কদমে চলে। একের পর এক প্রকল্প নিয়ে ভোট প্রচারের আগাম বার্তা নিয়ে হাজির হচ্ছে মমতা বন্দোপাধ্যায়। এমনকী দুয়ারে সরকার প্রকল্পে যারা কাজ করছে তাদের কে সরকার টিফিন ভাতা হিসেবে ৫০০০ টাকা দেবে।
আরও পড়ুন: দীর্ঘ ৯ বছর পর রাস্তা’র হস্তান্তর! ভোট আবহে শান্তিনিকেতনের আশ্রমিক দের ‘পাওনা’!