চলতি বছর ‘মহালয়া’য় সূর্যগ্রহণ ! জানুন সময়সূচি

0
24

The Calcutta Mirror Desk , Pallab : হিন্দু ধর্ম অনুসারে সূর্য ও চন্দ্র গ্রহণ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রত্যেক বছরই দুবার করে সূর্য ও চন্দ্র গ্রহণ হয়ে থাকে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন, ২ অক্টোবর।

চলতি বছরে প্রথম সূর্য গ্রহণ হয়েছিল এপ্রিল মাসে। মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনেই হবে ২০২৪ সালের দ্বিতীয় সূর্য গ্রহণ। আগামী ২ অক্টোবর ২০২৪ গ্রহণের কবলে যাবে সূর্য।

এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী ২ অক্টোবর ২০২৪ বুধবার রাত ৯টা ১৩ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ৩টে ১৭ মিনিটে। গ্রহণ স্থায়ী হবে ছয় ঘণ্টা চার মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃ তর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here