দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দলবদলের পরই আসর গরম করছেন শুভেন্দু অধীকারি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দুর নামই শুনছে রাজনৈতিক মহল। এবার সরাসরি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হতে চলেছেন শুভেন্দু। আগেই বলেছিলেন যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানই তাঁর লক্ষ্য। পদ অধিকারের লোভ নেই শুভেন্দুর। এমনটাই জানান।
খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছাতেই শুভেন্দু জুট কর্পোরেশনের চেয়ারম্যান হতে চলেছেন। বিষয় সংশ্লিষ্ট মন্ত্রক থেকে তাঁর বায়োডেটাও চাওয়া হয়েছে। নতুন বছরে জানুয়ারিতেই চেয়ারম্যানের পদে যুক্ত হবে। কেন্দ্রীয়মন্ত্রীর সমতুল্য পদে যোগ দিতে চলেছেন শুভেন্দু। গত ১৯ শে ডিসেম্বরেই অমিত শাহের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেন। তারপরেই একের পর এক তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে কড়া বার্তা ছুঁড়ে দেন। বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কটাক্ষও ভোগ করতে হয় শুভেন্দুকে। তিনি আগেই অমিত শাহের সঙ্গে সুসম্পর্কে কথা জানিয়েছিলেন। সেই সম্পর্কই কি শুভেন্দুর পদোন্নতির কারণ? প্রশ্ন উঠছে একাধিক মহলে।
আরও পড়ুন :
জানা যাচ্ছে, শুভেন্দুকে বিজেপি উচ্চ পদে নিযুক্ত করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই শুভেন্দুই অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিধানসভা ভোট প্রচারের। আগামী বিধানসভা ভোটের প্রচারে ময়দানে নামবেন শুভেন্দও। নির্বাচনের পরই বিশেষ পদে নিযুক্ত করার জল্পনা চলছে দলের মধ্যে। এমনটাই জানা যাচ্ছে।