দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কন্যা সন্তান জন্মালে আজও অনেক বাবা মায়ের মুখ কালো হয়ে যায়। মেয়ে মাত্রই যে বাবা-মা’র বোঝা,এই ধারনাকে একেবারে বদলে দিলেন গোয়ালিয়রের এক সেলুনের মালিক। ওই সেলুনের মালিক সলমন মেয়ের জন্মদিনে, নিজের সেলুনে বিনামূল্যে সবাইকে পরিষেবা দিলেন তিনি। আর এই কাজের মাধ্যমে একটা বার্তাও তিনি দিতে চান,সেটা হল-“পরিবারে পুত্রসন্তান জন্মালে যেমন খুশির জোয়ার বয়ে যায়, মেয়ে জন্মালেও যেন প্রত্যেকে একই ভাবে খুশি হয়”
গত বছরে ২৬ ডিসেম্বর সলমনের মেয়ে জন্মায়। সংবাদমাধ্যমকে তিনি জানান যে মেয়ে জন্মানোর পরেই খুশির সীমা ছিল না তার। “একটি শিশু, তার লিঙ্গ যাই হোক না কেন, সে এলেই পুরো পরিবার খুশিতে ভরে যাওয়া উচিৎ” -বলেন সলমন।
আরো পড়ুন:কিভাবে ঘরে ঘরে পৌঁছে যাবে করোনার টিকা! জানালেন দেশের স্বাস্থ্যমন্ত্রী
সলমনের দোকানে যে গ্রাহকরা এসেছিলেন, সলমনের এই কাজে দারুণ খুশি হয়েছেন তারাও। তারা প্রত্যেকেই সলমনের মেয়েকে শুভকামনা জানিয়েছেন ও আশীর্বাদ করেছেন। সলমন জানিয়েছেন যে তিনি তার সেলুনের বাইরে পোস্টার টানিয়ে, সেখানে লিখে দেন যে ৪ই জানুয়ারি যারা দোকানে আসবেন, তাদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। তার সঙ্গে এটাও উল্লেখ করে দেওয়া হয় যে মেয়ে জন্মানোর খুশিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে নেটিজেনরাও সাধুবাদ জানিয়েছেন এই সেলুন মালিকের উদ্যোগকে।