The Calcutta Mirror Desk :
ভারতীয় বায়ুসেনার ইতিমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান অপারেট করে। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এই যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ভারতের জন্য। তারপর তা উড়য়ে নিয়ে আসা হয়েছে আমাদের দেশে। আর এবার প্রতিরক্ষা মন্ত্রকের সামনে এক দারুণ প্রস্তাব এসেছে। তা খতিয়ে দেখতে শুরুও করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকও। আসলে, ভারতীয় বায়ুসেনা নতুন করে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে। আর নয়া এই প্রস্তান অনুযায়ী ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনে হয়তো এই বিমানগুলো ভারতেই তৈরি হবে।
এই মেগা ডিলের আনুমানিক খরচ ২ লক্ষ কোটি টাকার বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ৬০ শতাংশেরও বেশি তৈরি হবে এই দেশের প্রযুক্তিতেই। প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড শীঘ্রই এই প্রস্তাবটি বিবেচনা করবে।
সেখান থেকে ছাড়পত্র মিললে তবেই চূড়ান্ত অনুমোদনের জন্য এটি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের কাছে যাবে। এই প্রস্তাব যদি গ্রহণ করা হয় তাহলে ভারতে রাফাল তৈরিতে বড় ভূমিকা নিতে পারে টাটা। কারণ ইতিমধ্যেই হায়দরাবাদে রাফাল যুদ্ধবিমানের খোল তৈরি নিয়ে টাটার সঙ্গে চুক্তি হয়েছে দাসোর।