দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গত বছরের মার্চ মাস থেকে দেশজুড়ে স্কুল কলেজ বন্ধ হওয়ার পর কেটে গেছে দীর্ঘ কয়েক মাস।ইতিমধ্যেই গোটা রাজ্যবাসীও অভ্যস্ত হয়ে উঠেছেন নিউ নর্মালে।ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে চালু হয়েছে একাধিক পরিষেবা।অন্যদিকে অনলাইনে পঠনপাঠন শুরু হলেও এখনও পর্যন্ত তালা ঝুলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।এরইমধ্যে আজ তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান “নিউ নির্মালেই খুলে যাবে রাজ্যের স্কুলগুলো। তবে সেই দিনক্ষণ ঠিক কবে তা এখনও পর্যন্ত স্থির করে উঠতে পারেনি রাজ্য স্কুল শিক্ষা দফতর।”
তবে একইসঙ্গে এদিন তিনি জানিয়ে দেন ‘‘সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজেশনের কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও, আমরা পঠনপাঠন বন্ধ করিনি। অনলাইন ক্লাস, ফোন, টিভি মারফত পঠনপাঠন চলছে। পরীক্ষাও হচ্ছে। তার পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।স্কুল কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।’’
সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিয়ে এখনই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ শিক্ষামন্ত্রী।তাই এদিন তিনি বলেন, ‘‘শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।’’
এছাড়াও এদিন তিনি আরও জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাঁওতালি ভাষার (অলচিকি হরফ) স্কুল চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই স্কুলের জন্য ৪৭৫ জন অলচিকি ভাষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করা হবে।’’