একুশের বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়েছে ইতিমধ্যেই। সেখানে দ্রাবিড়ভূমের হয়ে এবারের নির্বাচনে দাঁড়িয়েছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান৷ কিন্তু সামনেই তার পায়ের অস্ত্রপ্রচার যার জেরে আপাতত ভোটের প্রচার স্হগিত রাখবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডাক্তারি তরফেও এই সময় তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পায়ের দরুন মাঠে নেমে প্রচার সম্ভব না হলেও ভার্চুয়াল মাধ্যমে ভোটের প্রচারে যুক্ত থাকবেন তিনি। কমল হাসান সোশ্যাল মিডিয়ায়, দু’পাতার একটি নোট শেয়ার করে লিখেছেন, “নির্বাচনী প্রচারের প্রথম লেগ আমি শেষ করে ফেলেছি, ‘রি-ইম্যাজিন তামিঝ নাড়ু’৷ গত ৫ সপ্তাহে ১৫ দিনের মধ্যে আমি রাজ্যের ৫ হাজার কিলোমিটার কভার করে মানুষের সঙ্গে দেখা করেছি৷ আমার লোকেদের সঙ্গে দেখা করার ইচ্ছা ও তাঁদের উদ্বেগ বোঝা হচ্ছে না আপাতত, ব্যক্তিগত নিরাপত্তার কারণেই এমন পরামর্শ আমায় দেওয়া হয়েছে”।
লেখা সুপর্না পোদ্দার