চলতি বছরের শুরুতেই চলছে পৌষ পার্বণের পালা। আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলি উৎসব।তবে এই পিঠে পুলি উৎসবের মধ্যেই রাজ্যে বাড়ছে শৈত্যপ্রবাহের আনাগোনা। পৌষের তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আর দক্ষিণবঙ্গের দুই জেলায় চলছে শৈত্যপ্রবাহ। সেই মতো কলকাতার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির নিচে।
মৌসম বিভাগের তথ্যানুসারে, “পশ্চিম হিমালয় এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে৷ এর জেরে ২২ থেকে ২৪ জানুয়ারি পশ্চিম হিমালয় এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতও হবে৷এছাড়া সামনের দু -তিন দিনে তাপমাত্রা হবে আরোও জোড়ালো৷ ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ ফলে এই উইকএন্ডেও জমিয়ে শীত উপভোগ করবে কলকাতাবাসী।”
তবে শুধু বঙ্গেই নয় উত্তরভারত জুড়েও শীতের প্রভাব থাকবে জোরালো৷ বিভিন্ন পার্বত্য এলাকায় লাগাতার তুষারপাতের জেরে শৈত্য প্রবাহ জারি রয়েছে৷ শুধু তাই নয়, পাশাপাশি কুয়াশা নিয়েও সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ। তারা জানিয়েছেন, “আগামী ৩ দিনে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় নূন্যতম তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি হবে৷ ফলে ওই সমস্ত এলাকায় শীত ও থাকবে প্রবল।২০ ও ২১ তারিখ উত্তরাখণ্ড, রাজস্হান, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ এই সমস্ত অঞ্চলগুলির অধিকাংশ এলাকা থাকবে ঘন কুয়াশায় পরিপূর্ণ।
লেখা সুপর্না পোদ্দার