দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
সামনেই বিধানসভার ভোট। ভোট নিয়ে চলছে রাজনৈতিক তরজা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্য বিধানসভার সামনে দেখা যায় এক বেনজির দৃশ্য। বিধানসভার শিক্ষক অভিযানে ধুন্ধুমার। হঠাৎই বিধানসভার ৬ নম্বর গেটের সামনে জড়ো হলেন কয়েকশো শিক্ষিকা। দেখাতে শুরু করলেন বিক্ষোভ।কয়েকজন শিক্ষিকা উঠে গেট টোপকে ভেতরে ঢোকার ও চেষ্টা করেন। হঠাৎ এমন পরিস্থিতি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। মহিলা পুলিশ বাহিনীর সাহায্যে শিক্ষিকাদের টেনে হিছড়ে পুলিশ ভেনে তোলার চেষ্টাও করা হয়।
যে সমস্ত শিক্ষিকা জড়ো হন তারা মূলত পার্শ্ব শিক্ষিকা বা সহায়িকা।’সমকাজে সমবেতন’ -এর দাবিতে বুধবার বেলা ১১টা নাগাদ বিধানসভা গেটের সামনে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা।
তাঁদের দাবি, অবিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
চুক্তি অনুযায়ী রাজ্যের সরকারি স্কুলগুলিতে কর্মরত রয়েছেন তাঁরা৷ নির্দিষ্ট বেতন কাঠামো এবং পেনশনের দাবিও তুলেছেন বিক্ষোভকারী শিক্ষিকারা৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফেই এ দিনের বিক্ষোভের আয়োজন করা হয়৷এই বিক্ষোভের কোনো খবরই ছিল না পুলিশের কাছে।
আজ বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা৷ সেকথা মাথায় রেখেই সেখানে চলে আসেন বিক্ষোভকারীরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে, এমনই দাবি বিক্ষোভকারীদের৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ করেননি এমনটাই দাবি শমীকের।কোন নির্দিষ্ট দলের জায়গা নয়:সুব্রত।
লেখা সুপর্ণা পোদ্দার