30 C
Kolkata
Friday, June 9, 2023
More

    কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অভিষেককে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কুকথা বলে এবার বিপাকে পড়লেন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন অভিষেককে আইনি নোটিশ পাঠিয়ে বলা হয়েছে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক ক্ষমা না চাইলে সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলায় ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য সম্প্রতি কুলতলির সভা থেকে সারদ কর্তা সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি দেখিয়ে শুভেন্দু অধিকারীকে “তুই তুই” করে সম্বোধন করে ‘তোলাবাজ’, ‘মীরজাফর’, ‘ঘুষখোর’ বলেও কটাক্ষ করেছিলেন অভিষেক।এপ্রসঙ্গে  শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেছেন  পরিকল্পনা করেই ওই চিঠি লেখানো হয়েছে  বিচারাধীন মামলার বিষয় নিয়ে অভিষেক মন্তব্য করেছেন বলেও শুভেন্দুর তরফে অভিযোগ তোলা হয়েছে৷


    অন্যদিকে বিজেপিতে যোগ দানের পর থেকেই শুভেন্দু অধিকারী একাধিকবার “তোলাবাজ ভাইপো হটাও” বলে শ্লোগান তুলে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাল্টা চ্যালেঞ্জ করে বলেছিলেন “ভাইপো বলছেন কেন? সাহস থাকলে নাম নিয়ে দেখান।”

    আর তারপরেই খেজুরির সভায় অভিষেকের নাম নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,”বিজেপি ক্ষমতায় আসলে তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে। সেটা দেওয়া হবে তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোলাবাজ ভাইপো হঠাও। গরুচোর ভাইপো হঠাও। বালিচোর ভাইপো হঠাও। এদের যদি না তাড়ান এরপর কিডনি পাচার করবে।”

    ওই  বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে ইতিমধ্যেই আইনি নোটিশে পাঠিয়েছেন অভিষেক। এছাড়াও সম্প্রতি কুলতলির সভা থেকে শুভেন্দুর নাম করে পাল্টা ‘তোলাবাজ’, ‘ঘুষখোর’, ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছেন অভিষেক। সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার মানহানির অভিযোগ এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দুর আইনজীবী সৌম্যেন্দু মুখোপাধ্যায়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...