দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কুকথা বলে এবার বিপাকে পড়লেন যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন অভিষেককে আইনি নোটিশ পাঠিয়ে বলা হয়েছে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেক ক্ষমা না চাইলে সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলায় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য সম্প্রতি কুলতলির সভা থেকে সারদ কর্তা সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি দেখিয়ে শুভেন্দু অধিকারীকে “তুই তুই” করে সম্বোধন করে ‘তোলাবাজ’, ‘মীরজাফর’, ‘ঘুষখোর’ বলেও কটাক্ষ করেছিলেন অভিষেক।এপ্রসঙ্গে শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেছেন পরিকল্পনা করেই ওই চিঠি লেখানো হয়েছে বিচারাধীন মামলার বিষয় নিয়ে অভিষেক মন্তব্য করেছেন বলেও শুভেন্দুর তরফে অভিযোগ তোলা হয়েছে৷
অন্যদিকে বিজেপিতে যোগ দানের পর থেকেই শুভেন্দু অধিকারী একাধিকবার “তোলাবাজ ভাইপো হটাও” বলে শ্লোগান তুলে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাল্টা চ্যালেঞ্জ করে বলেছিলেন “ভাইপো বলছেন কেন? সাহস থাকলে নাম নিয়ে দেখান।”
আর তারপরেই খেজুরির সভায় অভিষেকের নাম নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,”বিজেপি ক্ষমতায় আসলে তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে। সেটা দেওয়া হবে তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোলাবাজ ভাইপো হঠাও। গরুচোর ভাইপো হঠাও। বালিচোর ভাইপো হঠাও। এদের যদি না তাড়ান এরপর কিডনি পাচার করবে।”
ওই বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে ইতিমধ্যেই আইনি নোটিশে পাঠিয়েছেন অভিষেক। এছাড়াও সম্প্রতি কুলতলির সভা থেকে শুভেন্দুর নাম করে পাল্টা ‘তোলাবাজ’, ‘ঘুষখোর’, ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছেন অভিষেক। সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার মানহানির অভিযোগ এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দুর আইনজীবী সৌম্যেন্দু মুখোপাধ্যায়।