30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    ব্যাগ-সহ প্রায় ২০ লাখ টাকার গয়না ফিরিয়ে দিয়ে অসামান্য সততার নজির হলেন চেন্নাইয়ের অটোচালক

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মিথ্যাচারের ইচ্ছা থাকলে তার পন্থা খুঁজে পেতে বেশি সময় লাগে না। কিন্তু সততার বিকল্প হয় না। সেই কথা আরও একবার প্রমাণ করে দিলেন চেন্নাইয়ের এক দরিদ্র অটোচালক। হাতে সোনার গয়না ভর্তি ব্যাগ পেয়েও তা বিনা শর্তে ফিরিয়ে দিলেন অটোচালক সারাভানা কুমার।

    ঘটনাটি চেন্নাইয়ের ক্রোমিপেত এলাকায় ঘটেছে । মেয়ের বিয়ের গয়না সারাভানার অটোয় ফেলে এসেছিলেন এক ব্যক্তি। ব্যাগ-সহ প্রায় ২০ লাখ টাকার গয়না ফিরিয়ে দিলেন সারাভানা। পুলিশ সূত্রে জানা যায়, পল ব্রাইট নামের ওই ব্যবসায়ী ক্রোমিপেত এলাকার বাসিন্দা। গত বুধবার তার মেয়ের বিয়ে ছিল স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে। বিয়ে শেষে সেখান থেকে মেয়ের বিয়ের কিছু গয়না একটি ব্যাগে করে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। গোটা রাস্তাটাই ফোনে কথা বলতে বলতে আসছিলেন তিনি। নামার সময় বেমালুম ভুলে গয়নার ব্যাগটি অটোতে রেখেই নেমে যান তিনি।

    এর কিছুক্ষণের মধ্যেই সারাভানা তার অটোতে ওই ব্যাগটি দেখতে পান। এবং ব্যাগের ভিতরে গয়না দেখে বুঝতে পারেন ওই ব্যক্তি ভুল করে এই অঘটনটি ঘটিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির খোঁজে ওই এলাকায় ফিরে আসেন সারাভানা। কিন্তু পল’কে খুঁজে পাননি সারাভানা। অন্যদিকে, গয়নার ব্যাগ হারিয়ে কান্নার রোল পড়ে যায় বিয়েবাড়িতে। সঙ্গে সঙ্গেই ক্রোমিপেত থানায় একটি মিসিং ডায়রি করেন তাঁরা। কিন্তু অটোর নং পুলিশকে বলতে পারেন না পল।

    আরও পড়ুনঃ দেশের অর্থনীতির হাল ফেরাতে ব্যায় আর বিনিয়োগকেই সম্বল করছে ২০২১-২২-এর অর্থ বাজেট! কি বলছে সমীক্ষা?

    এরপরেই গয়নার ব্যাগের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ । যে রাস্তা দিয়ে পল বাড়ি ফিরেছেন তার সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়। অটোর নম্বরও পাওয়া যায়। দেখা যায়, অটোটি সারাভানার বোনের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। কিন্তু পুলিশ সারাভানার কাছে পৌঁছনোর আগেই গয়নার ব্যাগ সমেত থানায় এসে উপস্থিত হন ওই অটোচালক। সমস্ত গয়না নিজের হাতে পল’কে ফিরিয়ে দেন তিনি।

    পুলিশের তরফে এই অসামান্য সততার জন্য পুরস্কৃত করা হয় সারাভানা কুমারকে।

    লেখা: স্নিগ্ধা দে

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...

    মেসি কি ফিরছেন বার্সাতেই?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। হার দিয়েই শেষ তাঁর পিএসজি অধ্যায়। বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে...