29 C
Kolkata
Saturday, September 23, 2023
More

    টুইটারকে কৃষি আন্দোলনের সাথে সংযুক্ত হ্যাশট্যাগ সরানোর আর্জি মোদি সরকার! জবাব বিদেশি সেলিব্রিটিদেরও!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
    সরকার জানিয়েছেন, “অহেতুক উত্তেজনা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়ায় নানারকম আপত্তিকর হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে। একটা কথা মনে রাখা দরকার দেশের কৃষকদের খুব সামান্য অংশই আন্দোলনে সামিল হয়েছেন।”

    সরকার জানিয়েছেন, “অহেতুক উত্তেজনা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়ায় নানারকম আপত্তিকর হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে। একটা কথা মনে রাখা দরকার দেশের কৃষকদের খুব সামান্য অংশই আন্দোলনে সামিল হয়েছেন।”

    বঙ্গে কৃষক আন্দোলন চলছে প্রায় অনেকদিন ধরেই। ‘কৃষকদের দাবি মানতে হবে’ এই দাবিতে ধর্মঘট করেন গোটা কৃষককূল। তবে কোনো কিছুতেই সুরাহা হচ্ছে না কোনোকিছুর। তবে এবার ঘটল অন্য ঘটনা।এবার এই কৃষক আন্দোলনকে সমর্থন জানালেন পপস্টার রিহানা থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

    বহু মানুষ অনেকদিন ধরেই কৃষক আন্দোলনকে টুইটারের মাধ্যমে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রিটেন এবং আমেরিকা আইনসভার কয়েকজন সদস্য। তবে তাদের এই সমর্থনের দাবিতে বুধবার কড়া জবাব দিয়ে রুখে দাঁড়াল মোদি সরকার।

    বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, “আমরা জোর দিয়ে বলতে চাই কৃষকদের আন্দোলনকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবেই দেখা উচিত।”এছাড়া বিদেশ থেকে যারা কৃষক বিরোধকে সমর্থন করেছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘এসব ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করা উচিত নয়।সোশ্যাল মিডিয়ায় এমন হ্যাশট্যাগ দেওয়া ও উচিত নয় যা উত্তেজনা সৃষ্টি করতে পারে। সেলিব্রিটিদের আরোও দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত।’

    সরকার ও জানিয়েছেন, সংসদে আলোচনা ও বিতরকের পরে কৃষিক্ষেত্রে সংস্কারের জন্য আইন করা হয়েছিল। ফলতো কৃষকরা খুশিমতো বাজারে ফসল বিক্রি করতে পারবেন। এদিকে সরকারের দাবি, এই আইনের ফলে কৃষকদের চাষ করার ক্ষেত্রে কম খরচ লাগবে। বাস্তুতন্ত্র রক্ষা করে চাষ করা সম্ভব হবে।কিন্তু আপাতভাবে সরকার এই আইন গুলি স্থগিত রাখার কথা বলেছেন। খোদ প্রধানমন্ত্রী কৃষকদের আশ্বাস দিয়েছেন।

    বিদেশ মন্ত্রকের বক্তব্য, “এতকিছুর পরেও কায়েমী স্বার্থবাহী কেউ কেউ বিদেশে ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। তাদের উস্কানিতেই বিদেশে মহাত্মা গান্ধীর মুর্তির অসম্মান করা হয়েছে। ভারত তথা সারা বিশ্বে সভ্য সমাজের কাছে এ ঘটনা অত্যন্ত আপত্তিকর”।

    অপরদিকে সরকারের দাবি পুলিশ অত্যন্ত সংযতভাবে কৃষক বিক্ষোভের মোকাবিলা করেছে। তবে পাশাপাশি বিবৃতিতে এও বলা হয়েছে যে, একটা কথা খেয়াল করা দরকার পুলিশের শত শত নারী ও পুরুষ কর্মী আক্রান্ত হয়েছেন। এবং কয়েকটি ক্ষেত্রে তাদের ছুড়িও মারা হয়েছে।

    লেখা সুপর্ণা পোদ্দার

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...