30 C
Kolkata
Friday, June 9, 2023
More

    “দেশদ্রোহী ” তকমা প্রাপ্ত দীপ সিন্ধুর খোঁজে ১ লাখ পুরস্কার ঘোষণা করলো দিল্লি পুলিশ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:লালকেল্লায় জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত দীপ সিন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।দিল্লির হিংসার ঘটনার পর থেকেই নিখোঁজ অভিনেতা দীপ সিন্ধু। তাকে ধরার জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ। দীপ সিন্ধু ছাড়াও তাঁর আরও ৩ সহযোগী জুগরাজ সিং, গুর্জোত সিংহ এবং গুরুজন্ত সিং-এর জন্যও ১ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছে। 

    আরো পড়ুন:টুইটারকে কৃষি আন্দোলনের সাথে সংযুক্ত হ্যাশট্যাগ সরানোর আর্জি মোদি সরকার! জবাব বিদেশি সেলিব্রিটিদেরও!

    এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের হিংসার ঘটনায় অভিযুক্ত জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিংহ এবং ইকবাল সিংয়ের বিষয়েও তথ্য জানাতে পারলে, সেক্ষেত্রে ৫০ হাজার টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি পুলিশ।ইতিমধ্যে লালকেল্লার ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে দিল্লি পুলিশ।এখনও পর্যন্ত এই ঘটনায় ৪৪টি এফআইআর দায়ের করার পাশাপাশি ১২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

    উল্লেখ্য দীপ সিন্ধুর খোঁজে পুলিশ লুক আউট নোটিশ জারি করার পর থেকেই বেপাত্তা দীপ সিন্ধু।তবে সম্প্রতি সপ্তাহান্তে অর্থাৎ রবিবার একটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা। সেখানে তাকে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যায়। জানা গেছে দিল্লি পুলিশ সেই ভিডিওর সূত্র ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

    এদিনের ভিডিওতে তাকে বলতে শোনা যায় “আমরা মিথ্যার উপরে দাঁড়িয়ে লড়াই করতে পারি না, সত্যকে মেনে নিতে হবে। আমি জানতে পেরেছি যে ওরা আমাদের যুবকদের গ্রেপ্তার করেছে। যেসব পরিবার এই প্রতিবাদে তাদের একমাত্র সন্তান হারিয়েছিল তাদের কাছে আমার অনুরোধ আপনারা সরব হোন। “

    পাশাপাশি তিনি দাবি করেন তিনি ভুল কিছু করেননি। এপ্রসঙ্গে তিনি বলেছেন “নিজের জীবনের তোয়াক্কা না করে আমি পাঞ্জাবিদের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছিলাম। কিন্তু কাউকে কিছু না বলে আমাকে বিশ্বাসঘাতক হিসেবে দেগে দেওয়া হল। আমি তো তোমাদের অধিকারের জন্যই আওয়াজ তুলেছিলাম।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...