দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:লালকেল্লায় জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত দীপ সিন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।দিল্লির হিংসার ঘটনার পর থেকেই নিখোঁজ অভিনেতা দীপ সিন্ধু। তাকে ধরার জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে দিল্লি পুলিশ। দীপ সিন্ধু ছাড়াও তাঁর আরও ৩ সহযোগী জুগরাজ সিং, গুর্জোত সিংহ এবং গুরুজন্ত সিং-এর জন্যও ১ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:টুইটারকে কৃষি আন্দোলনের সাথে সংযুক্ত হ্যাশট্যাগ সরানোর আর্জি মোদি সরকার! জবাব বিদেশি সেলিব্রিটিদেরও!
এছাড়াও, প্রজাতন্ত্র দিবসের হিংসার ঘটনায় অভিযুক্ত জজবীর সিং, বুটা সিং, সুখদেব সিংহ এবং ইকবাল সিংয়ের বিষয়েও তথ্য জানাতে পারলে, সেক্ষেত্রে ৫০ হাজার টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি পুলিশ।ইতিমধ্যে লালকেল্লার ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে দিল্লি পুলিশ।এখনও পর্যন্ত এই ঘটনায় ৪৪টি এফআইআর দায়ের করার পাশাপাশি ১২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
উল্লেখ্য দীপ সিন্ধুর খোঁজে পুলিশ লুক আউট নোটিশ জারি করার পর থেকেই বেপাত্তা দীপ সিন্ধু।তবে সম্প্রতি সপ্তাহান্তে অর্থাৎ রবিবার একটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা। সেখানে তাকে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যায়। জানা গেছে দিল্লি পুলিশ সেই ভিডিওর সূত্র ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এদিনের ভিডিওতে তাকে বলতে শোনা যায় “আমরা মিথ্যার উপরে দাঁড়িয়ে লড়াই করতে পারি না, সত্যকে মেনে নিতে হবে। আমি জানতে পেরেছি যে ওরা আমাদের যুবকদের গ্রেপ্তার করেছে। যেসব পরিবার এই প্রতিবাদে তাদের একমাত্র সন্তান হারিয়েছিল তাদের কাছে আমার অনুরোধ আপনারা সরব হোন। “
পাশাপাশি তিনি দাবি করেন তিনি ভুল কিছু করেননি। এপ্রসঙ্গে তিনি বলেছেন “নিজের জীবনের তোয়াক্কা না করে আমি পাঞ্জাবিদের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছিলাম। কিন্তু কাউকে কিছু না বলে আমাকে বিশ্বাসঘাতক হিসেবে দেগে দেওয়া হল। আমি তো তোমাদের অধিকারের জন্যই আওয়াজ তুলেছিলাম।”