দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না । একথা বুধবার নিজের টুইটারে জানিয়ে দিয়েছেন অভিনেতা এবং একাধারে তৃণমূল সাংসদ দেব। তারই উত্তরে প্রাক্তন সহকর্মীকে খোঁচা দিয়ে পালটা টুইট করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।
বুধবার একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে দেবের উদ্দেশে সৌমিত্র খাঁ লেখেন , “ হলদিয়ায় মােদির সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী ! শােরগােল রাজ্য রাজনীতিতে । ” তার উত্তরে দেব লিখেছিলেন , “ প্রিয় সৌমিত্র , আমি এখনও তােমার কাজের ক্ষমতা ও সাফল্য নিয়ে গর্বিত । কিন্তু এই অনুষ্ঠানে আমি যােগ দিতে পারছি না , আর তাঁর জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী । তবে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি অভিভূত । আমার রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তুমি সবসময় আমার ভাল সম্মানের পাত্র থাকবে। যখন আমরা একই দলের সদস্য ছিলাম , সেই সময় একসঙ্গে কাটানাে মুহূর্তগুলাে আমার মনে সবসময় থেকে যাবে। এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা তাে রইলই , তােমার ও তােমার দলের জন্যও আমার শুভেচ্ছা রইল।ভাল থেকো । ”
আরো পড়ুন: মধ্যবিত্তের কপালে ভাঁজ, এবার এক ধাক্কায় ২৫ টাকা বাড়লো গ্যাসের দাম!
দেবের এই টুইট শেয়ার করেই আবার সৌমিত্র জানান যে, দেবের মতাে ‘ হিরাে ’ তার পছন্দ। এই কথা জানানাের সময় তিনি দেবকে ‘ তুমি ‘ বলে সম্বােধন করেন। তার পরের বাক্যেই আবার ‘ আপনি ‘ বলতে শুরু করেন সৌমিত্র। সৌমিত্র দাবি করেন যে, একটি সংবাদ মাধ্যমে দেখে তিনি ভেবেছিলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যােগ দিতে চলেছেন দেব। এরপর তিনি লেখেন , “ মনে করলাম অন্য নেতাদের থেকে আপনি আলাদা । যাই হােক ভাল থাকবেন । নতুন ছবি বাংলার দর্শকদের উপহার দেবেন ।”
২০২১-এর বিধানসভা ভােট নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে । চারদিকে দলবদলের পালাও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতেই দেব প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যােগ দেবেন কিনা , তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। সৌজন্য বজায় রেখেই সেই কৌতূহল দূর করেন দেব। যদিও এরপরও সৌমিত্রের কটাক্ষ তাকে মানতে হল।
লেখা: স্নিগ্ধা দে