দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:
বাংলায় ফের বাড়তে চলেছে পারদ।রাজ্য জুড়ে আরও কনকনে ঠান্ডার আশঙ্কা।সোমবার থেকে নতুন করে শীতের স্পেল শুরু হবে বাংলায়।তাপমাত্রা নামবে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে।শীতল হাওয়ায় শীতের কাঁপুনিতে মজে বাঙালি।
আলিপুর আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী,
‘১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে থাকবে শীত’। রবিবার এর পরই অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্যজুড়ে তাপমাত্রা নাম্বার সম্ভাবনা রয়েছে।
গত দু’দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও জাঁকানো শীতের এই পরিস্থিতি এখনও রয়েছে রাজ্য জুড়ে।
আগামী দুই দিন সামান্য বাড়বে তাপমাত্রা। অতঃপর রবিবারের পর ফের নামবে পারদ। তবে আজ কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯৭ শতাংশ।তবে আজ বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে উত্তুরে হাওয়া কিছুটা আটকে।এই পশ্চিমী ঝঞ্জা সরে যেতেই উত্তর-পশ্চিম ভারতের তুষারপাতের সম্ভাবনা।
সোমবার থেকে নতুন করে শীতের স্পেল শুরু হলে তার তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যাবে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার ও পূবালি হাওয়ার সংঘাত ও থাকবে। সেই সন্ধ্যায় পূর্ব দিকে অগ্রসর হলে আরও একবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সিকিম এবং দার্জিলিঙে। এর ফলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা সামান্য হলেও সপ্তাহান্তে তা হতে পারে।
লেখা সুপর্ণা পোদ্দার