দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কৃষি আইনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে জোর বির্তক চলছে গত দুমাসের বেশি সময় ধরে। বারবেডিয়ান গায়িকা রিহানা সম্প্রতি কৃষক আন্দোলনের সমর্থনে একটি টুইট করেছেন। আর তারপরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে রীতিমতাে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে , না জেনে যেন কোনও মন্তব্য না করা হয়। এতে ভুল বার্তা প্রেরিত হচ্ছে। একদিকে যখন রিহানার প্রতি অসন্তোষ প্রকাশ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে , ঠিক তখনই বারবাডােস প্রধানমন্ত্রী মিয়া আমাের মটলেকে করােনাভাইরাসের অক্সফোর্ড অ্যাজেনেকা ভ্যাকসিনের ১০ হাজারটি ডােজ পাঠালাে মােদি সরকার ।
ক্যারিবিয়ান সাগরের ধারে দ্বীপ রাষ্ট্র বারবাডােসের প্রধানমন্ত্রী এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে ধন্যবাদ জানিয়েছেন। মােদিকে একটি চিঠি পাঠিয়ে মিয়া আমাের মটলে বলেছেন , ” আমার রাষ্ট্রের সরকার , মানুষের পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি কোভিশিল্ড ভ্যাকসিন দান করার জন্য । ” মটলে সেই চিঠিতে আরও লিখছেন , ” স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান মেডিক্যাল অফিসার দুজনেই বারবাডােসে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমােদন দিয়েছেন । ” বিশ্বের মােট ১৫২ টি দেশ ভারতের কাছে ভ্যাকসিন চেয়ে আবেদন করেছে।
আরো পড়ুন: বরফের চাদরে মোড়া শিমলা!সাত কোচের হেরিটেজ টয়-ট্রেনের ছবি শেয়ার করল রেল মন্ত্রক
মার্চের মধ্যে ৬০ টি দেশের কাছে অনন্ত ১৬ মিলিয়ন ভ্যাকসিনের ডােজ পাঠানাের কথা আছে ভারতের। প্রসঙ্গত , আন্তর্জাতিক পপ তারকা আবার বারবাডােসেরই নাগরিক। দিন কয়েক আগেই একটি প্রতিবেদন শেয়ার করে রিহানা কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেন। সেই টুইটের সাক্ষী তার ১০০ মিলিয়ন ফলােয়ারসের সাথে সাথে গোটা বিশ্বের নেটিজেনরা।
রিহানার পরেই একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই বিষয়টি নিয়ে টুইট করেন। আর তার পরেই রিহানার পরিচয় জানতে উঠে পড়ে লাগেন নেটিজেনরা। ভারতের কেন্দ্রীয় সরকার থেকে বলা হয় , সেলেব্রিটিদের আগে বিষয়টি জেনে ও বুঝে এই ধরনের টুইট ও হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত। না হলে ভুল বার্তা পৌঁছে যায় মানুষের কাছে।
লেখা: স্নিগ্ধা দে