দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পর্যটক – বান্ধব হতে উদ্যোগ কলকাতা বিমানবন্দরের। কলকাতায় প্রথমবার পা দিয়েই আপনি কোথায় যাবেন , কী খাবেন , থাকবেনই বা কোথায় , সবই এখন থেকে আপনার হাতের মুঠোয়। এমনকি, অজানা শহরের বিমানবন্দরে নেমেই আপনাকে একেবারে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে না। বরং , থাকছে একটু অবসরে সময় কাটানোর সুযোগ। এমনকি আপনি চাইলে একটু জলযোগও করে নিতে পারেন। থাকবে নিজেকে একটু পরিচ্ছন্ন করে নেওয়ার সুযােগও । শহরে পা রাখা পর্যটকদের পাশে দাঁড়াতে এমনই ভাবনা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের ।
যার নাম হতে চলেছে ‘ কলকাতা এয়ারপাের্ট ট্যুরিস্ট মিট অ্যান্ড গ্রিট ‘ । বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি , অচিরেই এই কেন্দ্রের মাধ্যমে কলকাতা হয়ে উঠবে দেশের সবচেয়ে পর্যটক – বান্ধব বিমানবন্দর।বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানাে হয়েছে , ওই কেন্দ্র থেকে শহরকে ভাল ভাবে চিনে নেওয়ার সুযােগ রয়েছে। এ ছাড়াও থাকবে , মানি এক্সচেঞ্জ কাউন্টার , সিম কার্ড কাউন্টার , টেলিফোন এক্সচেঞ্জ , ওষুধের দোকান এবং সর্বোপরি এক জন অ্যাটেনডেন্ট। ” এতে পর্যটনের বিপুল সুবিধে হবে । অনেক সময়ে শহরে নতুন আসা পর্যটকদের বিভিন্ন দালালেরা নানা ভাবে ঠকায়। ওই কেন্দ্রে তার সুযােগ নেই। সঙ্গে বিভিন্ন পর্যটন সংস্থা তাদের ক্রেতাদের ওখান থেকে সহজেই যােগাযােগ করে নিতে পারবেন। ” বলে জানান এয়ারপাের্ট অ্যাডভাইসরি কমিটির সদস্য দেবজিৎ দত্ত।
আরো পড়ুন: অবশেষে পুস্তক প্রেমীদের জন্য সুখবর! আয়োজিত হতে চলেছে বছরের আন্তর্জাতিক বইমেলা
” যে কোনও শহরে পর্যটক এলে তার প্রথম অনুভূতিটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেটাতেই আমরা তার মন জয় করে নেওয়ার চেষ্টা করছি। এতে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। আর তা হলে আখেরে বিমান পরিবহণ শিল্পেরই লাভ।” হবে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি , অচিরেই এই কেন্দ্রের মাধ্যমে কলকাতা হয়ে উঠবে দেশের সবচেয়ে পর্যটক – বান্ধব বিমানবন্দর।
লেখা: স্নিগ্ধা দে