দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘ ভারতরত্ন ‘ উপাধি দেওয়ার দাবি বন্ধ করার আর্জি জানালেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। শুক্রবার থেকে টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে হ্যাশট্যাগ #BharatRatnaForRatanTatal নেটিজেনদের কাছে তার একান্ত অনুরােধ , এমন দাবি জানানাের দরকার নেই। সেই সঙ্গে তিনি যে ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরে গর্বিত , তাও জানিয়েছেন তিনি।
শুক্রবার মােটিভেশনাল স্পিকার ড . বিবেক ভিন্দ্রা টুইট করেন , দেশের প্রতি অবদানের জন্য রতন টাটাকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ ভারতরত্ন ‘ দেওয়া উচিত বলে। এই দাবি জানিয়ে তিনিই প্রথম শুরু করেন হ্যাশট্যাগটি।
আরো পড়ুন: এবার থেকে রাস্তার কুকুরদের ঢিল ছুড়লেই হবে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, কি বলছে নতুন আইন?
এই হঠাৎ নতুন ট্রেন্ডকে নিয়ে শনিবার সকালে রতন টাটা টুইট করে আর্জি জানান , এমন দাবি তােলা বন্ধ করুন নেটিজেনরা। তিনি লেখেন , ‘ একটি অ্যাওয়ার্ডের দাবিতে সােশ্যাল মিডিয়ার একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমার বিনীত অনুরােধ , এই ধরনের প্রচার বন্ধ করা হােক। আমি ভাগ্যবান যে , ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরেছি। ‘ কেবল বিখ্যাত শিল্পপতিই নন , সমাজসেবী হিসেবেও রতন টাটা রীতিমতাে জনপ্রিয়।
গত বছরের মার্চে অতিমারীর মােকাবিলায় তার সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘােষণা করেন তিনি। সব মিলিয়ে টাকার পরিমাণ ছিল দেড় হাজার কোটি টাকা। কিন্তু এসবের পরও প্রচারের আড়ালেই স্বচ্ছন্দ তিনি। তাই অনুরাগীদের কাছে তার দাবি যে, তাকে বারবার ‘ ভারতরত্ন ‘ দেওয়ার দাবি বন্ধ করা হােক।
লেখা: স্নিগ্ধা দে