মন খারাপের দশমী ! অপেক্ষা ৩৮০ দিন, দেখে নিন দুর্গাপুজো 2026-র নির্ঘণ্ট

0
43

The Calcutta Mirror Desk : 

আজ মন খারাপের দশমী ৷ অন্য চার দিনের মতো নয় বিজয়ার সকাল। মর্ত্য ছেড়ে উমা আজ পাড়ি দেবেন কৈলাসের পথে ৷ প্রাণের উৎসবে আপামর বাঙালির মন ভারাক্রান্ত ৷ কষ্ট, আবেগ যেমন থাকে তেমনই শুরু হয় অপেক্ষার দিন গোনা ৷ 2026 সালের দুর্গাপুজো কবে ? মহালয়া কোন দিন পড়ছে ? দেখে নিন দুর্গাপুজো 2026-এর নির্ঘণ্ট ৷

দশমীর অন্যতম রীতি সিঁদুরখেলা। সকালের পুজো শেষে ভক্তরা মায়ের চরণে সিঁদুর অর্পণ করেন এবং একে অপরকে রাঙিয়ে দেন লাল রঙে। মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় আর হাসিমুখে মায়ের বিদায় জানানো হলেও চোখেমুখে ফুটে ওঠে বেদনা। প্রতিমার সামনে প্রণাম জানিয়ে সকলে উচ্চারণ করেন এক সুরে…’আসছে বছর আবার এসো মা’। সঙ্গে দিন গোনার পালা ৷ এবার সেই সংখ্যাটা 380 দিন ৷

পঞ্জিকা অনুসারে আগামী বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে (2026 সাল) মহালয়া তিথি পড়েছে 10 অক্টোবর, শনিবার ৷ সেদিনই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা ৷ আবার সেদিনই নবরাত্রি উৎসবের সূচনা হচ্ছে ৷

ষষ্ঠী পড়েছে 17 অক্টোবর, 2026 (শনিবার, দুর্গাপুজোর প্রথম দিন) বসবে দেবীর বোধন ৷

18 অক্টোবর, 2026 (রবিবার) নবপত্রিকা স্নান ও দেবীর প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে মহাসপ্তমীর পুজো শুরু ৷

19 অক্টোবর, 2026 (সোমবার) মহাষ্টমী পুজো পড়েছে ৷ দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এদিনই। সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দিতে লাখো লাখো মানুষ ভিড় করবেন মণ্ডপে।

20 অক্টোবর, 2026 (মঙ্গলবার) মহানবমী তিথি ৷

21 অক্টোবর, 2026 (বুধবার) বিজয়া দশমী। সেদিন পালিত হবে দশেরা পার্বণও ৷ দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনের উৎসব। সিঁদুর খেলা, প্রণাম ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে বিজয়ার আবহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here