দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:রাজ্য জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা।একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল তো অন্যদিকে বাংলা দখলে মরিয়া বিজেপি। যার জন্য ইতিমধ্যেই পরিবর্তন রথযাত্রা শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় নেতা কর্মীরা। অন্যদিকে নিজেদের ক্ষমতাকে ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য একের পর এক নির্বাচনী প্রচার সভা করে চলেছেন তিনি। আজও রায়গঞ্জের সভা সেরে মালদহে ইংরেজবাজারের বিএসএফ ময়দানে সভা করেন তিনি।গত লোকসভা নির্বাচনে ভরাডুবি হলেও এবার- এ মালদাহ আর তাঁকে শূন্য হাতে ফেরাবে না বলে মন্তব্য করেন আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী।
আরো পড়ুন:এবার উত্তর ২৪ পরগণায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের! আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়
এদিনের সভায় পরিসংখ্যান তুলে ধরে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন “৩০ বছর ধরে মালদহে আসছি। প্রতিবার , মানুষের ঢল দেখে খুশি হই। কিন্তু ভোটের ফলে চিত্রটা বদলে যায়। লোকসভাতেও জিরো, বিধানসভাতেও প্রায় নেই বলে চলে! এবারও কি এই ছবির বদল হবে না?মালদহে কি আমরা কিছু পাব না?”পরক্ষণেই আবার সুর বদল করে মুখ্যমন্ত্রী বলেন “এবারে কিন্তু শূন্য হাতে ফিরব না,পূর্ণ হাতে ফিরবো। আপনাদের আশীর্বাদ, দোয়া সঙ্গে নিয়েই যাব।”
ফের আত্মবিশ্বাসের সুরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন “মমতাকে হারানোর ক্ষমতা তোমাদের নেই। কারণ মমতা একা নয়, মমতার সঙ্গে মানুষ আছে।”
এরপরেই উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলে ওঠেন “আমাকে একটা সরকার দেখান, যে বিনা পয়সায় রেশন দেয়। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেউ না। আমরাই একমাত্র বিনা পয়সায় রেশন দিই। আর সেটা পেতে হলে আপনাদের তৃণমূলকে ভোট দিতে হবে। কারণ, এটা বিজেপি নয়, যে করব বলে আর করলাম না। “
পাশাপাশি এনআরসি বিতর্ক উস্কে দিয়ে তিনি বলেন, “বাংলায় ওঁরা বারবার কেন আসছে জানেন? কারণ, ওঁরা দিল্লি থেকে বাংলাকে শাসন করতে চায়। দিল্লি থেকে বসে দাঙ্গা বাঁধাবে। এনপিআর আর এনআরসি করবে। তাই বিজেপিকে একটা ভোটও দেবেন না। ২০২১-এ তৃণমূল আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফিরে আসবে। বাংলায় জিতব, এরপর ভারতবর্ষটাকেও দেখব।”