দ্য ক্যালকাটা মিরর ব্যুরো
নিউজিল্যান্ডে জারি করা হল সুনামি সতর্কতা।
প্রশান্ত মহাসাগরের লয়ালটি দ্বীপের ভয়াবহ ভূমিকম্পের পরই সরকার তরফে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে আনবার কাজ শুরু করেছে নিউজিল্যান্ড সরকার। পাশাপাশি সরকারি তরফে সমুদ্রে মাছ ধরতে যাওয়াতেও জারি হয়েছে সতর্কতা।
নিউজিল্যান্ডের National Emergency Management Agency জানিয়েছে, ‘মানুষকে সমুদ্র থেকে উঠে আসতে বলা হয়েছে। সমুদ্রের ধারে আপদকালীন বেড়াজাল দেওয়া হচ্ছে। কোস্টাল এড়িয়া থেকে সকলকে সরিয়ে আনা হচ্ছে। কারণ তাঁরা মনে করছেন ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডকে।যার জেরে হতে আশঙ্কা রয়েছে সুনামিরও”।
উল্লেখ্য,European Mediterranean Seismological Centre (EMSC) জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ট্যাডাইন ও ক্যালেডোনিয়া থেকে মাত্র ৪১৭ কিমি পূর্বদিকে। যার গভীরতা প্রায় ১০ কিমি।
প্রসঙ্গত,ভানুয়াতু, ফিজি এবং নিউজিল্যান্ড সহ বেশ কিছু অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন সুনামি সতর্কতা সংস্হা ।ওই সংস্থার আশঙ্কা এই সব অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ১ মিটারের বেশি উঁচু হতে পারে।
লেখা সুপর্ণা পোদ্দার