দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রায় ১১৯ বছর পরে অসমে দেখা মিলল ম্যান্ডারিন হাঁসের। গত বছর উজানি অসমের তিনসুকিয়ায় বাঘজানে গ্যাস কূপে বিস্ফোরণ ঘটায় আশপাশের বাস্তুতন্ত্র – জলভূমিতে মারাত্মক প্রভাব পড়েছিল। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে যায় আশপাশের বনাঞ্চল। ব্যাপকভাবে তেল জাতীয় বজ্য পদার্থ মিশে গেছিল আশপাশের বিল ও জলাভূমিতে।
তার ফলে বিলের প্রচুর মাছ মারা যায়। জলজ উদ্ভিদ ও প্রাণীরও ক্ষতি হয়েছিল তখন। কিছুদিন আগে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সদস্যেরা বিরল প্রজাতির সাদা ডানার উড ডাকের বসতির সন্ধানে উজানি অসম থেকে অরুণাচল পর্যন্ত সমীক্ষায় নেমেছিলেন।
আরো পড়ুন: রাষ্ট্রপুঞ্জে ভারতের সদস্যপদ এবারেও স্থায়ী করলো না চিন, বদলে আনলো নয়া “প্যাকেজ সমাধান”
এই ম্যান্ডারিন হাঁসের সংখ্যা মাত্র ২০০ টি। হঠাৎ দেখা যায় অসমের মাগুরি বিলে ভাসছে একটি ম্যান্ডারিন হাঁস। একটি স্পট বিলড ডাকের সঙ্গে তাকে দেখা যায়। “১৯০২ সালে শেষ এই হাঁসের দেখা মিলেছিল রাজ্যে । ম্যান্ডারিন ডাক ভারতে আসে না । কখনও ভুল করে আকাশে দলছুট হয়ে কেউ কেউ অন্য হাঁসেদের দলের সঙ্গে ভিড়ে ভারতে ঢুকে পড়ে।” বলে জানিয়েছেন সমীক্ষা দলের নেতৃত্বে থাকা ড: আফতাব আহমেদ।
লেখা: স্নিগ্ধা দে