দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:দিল্লির কৃষি আন্দোলনকে শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পাত্তা দিতে নারাজ হরিয়ানা সরকারও। এবার সেই হরিয়ানারই কৃষিমন্ত্রী জেপি দালাল দিল্লির “শহীদ” কৃষকদের নিয়ে রসিকতা করলেন।যার জেরে তাঁর দায়ীত্বজ্ঞান হীনতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা।অবস্থা বেগতিক দেখে শেষমেশ ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
আরো পড়ুন:উত্তরাখণ্ডের মহাপ্রলয় শেষে জন্ম নিল ৩৫০ মিটারের নতুন একটি লেক
গতকাল হরিয়ানার বিওয়ানিতে একটি অনুষ্ঠানে হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালকে আন্দোলনরত ২০০ জন কৃষকের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে রসিকতা করে তিনি বলেন, “যে ২০০ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে ওনারা কি বাড়িতে থাকলে মারা যেতেন না? বাড়িতে থাকলেও তো তাঁরা মারা যেতেন। কারও হার্ট অ্যাটাক হয়েছে, তো কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। বিগত ছয় মাসে ২ লাখ মানুষের মধ্যে কি ২০০ জন মারা যান না?”এখানেই শেষ নয় এমন অযৌক্তিক এবং অসংবেদনশীল মন্তব্য করার পর তাঁকে রীতিমতো হাসতেও দেখা যায়।
উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে বক্তব্য রাখার সময় দিল্লির কৃষক বিক্ষোভে মৃত ‘২০০ জন’ কৃষকদের শহিদ আখ্যা দিয়ে তাঁদের স্মরণে দু’মিনিটের নীরবতাও পালন করছেন।তাঁকে সমর্থন করে উঠে দাঁড়িয়েছিলেন ডিএমকে এবং তৃণমূলের সাংসদরাও ।
এই পরিস্থিতিতে ওই ২০০ জন “শহীদ” কৃষকদের মৃত্যু নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এই মন্তব্যের পর সরব হয়েছেন বিরোধীরা। হরিয়ানার কংগ্রেস প্রধান সেলজাও টুইট করে লিখেছেন, “আমাদের কৃষকভাইদের আত্মত্যাগের প্রতি হরিয়ানার কৃষিমন্ত্রীর এহেন মন্তব্য ও হাসি অত্যন্ত দুঃখজনক।” অন্যদিকে পঞ্জাবের কংগ্রেস নেতা রাজ কুমার ভেরকা এই মন্তব্যের জন্য জেপি দালালের পদত্যাগের দাবি তুলেছেন।
সমালোচনার মুখে পরে শেষমেষ মুখ খোলেন হরিয়ানার কৃষিমন্ত্রী।সাফাই দিয়ে তিনি বলেন, “আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমার মন্তব্যের। যদি আমার কথায় কেউ আঘাত পান, তবে আমি ক্ষমা চাইছি।”