দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এ প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘এখন থেকে (প্রয়াত সরকারি কর্মীর) পেনশনের সর্বোচ্চসীমা হচ্ছে ১.২৫ লাখ টাকা। যা আগের সীমার থেকে আড়াই গুণ বেশি।’
এবার বড়ো পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। প্রয়াত সরকারি কর্মচারীদের পরিবারের জীবনযাত্রার মনোন্নয়ন করলো নরেন্দ্র মোদী সরকার। একলপ্তে মাসিক পেনশনের সর্বোচ্চসীমা আড়াই গুণের বেশি বাড়ানো হয়েছে ইতিমধ্যেই।এখন এই সর্বোচ্চ মাসিক ৪৫,০০০ টাকা পারিব পেনশন মিললেও এবার তা বেড়ে হতে চলেছে ১.২৫ লাখ টাকা।
সম্প্রতি কেন্দ্র তার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,’সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে যেহেতু সর্বাধিক মাসিক বেতন বেড়ে ২.৫ লাখ টাকা হয়েছে, তাই পেনশনের নির্ধারিত অঙ্কও বাড়ানো হয়েছে।’
কেন্দ্রীয়মন্ত্রী আরও জানান, অভিভাবক দুজনেই যদি সরকারি চাকরি করে থাকেন, এবং কোন কারণে যদি তাদের মৃত্যু হয় সে ক্ষেত্রে তাদের সন্তান দুটি পেনশনে তুলতে পারবে কিনা, সে বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় পেনশন এবং পেনশনকারীদের কল্যাণ সংক্রান্ত দফতর তাদের বিজ্ঞপ্তি জারি করেছেন।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,”১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলসের ৫৪ ধারার ১১ নম্বর উপধারা অনুযায়ী, স্ত্রী এবং স্বামী দু’জনেই সরকারি চাকুরে এবং ওই নিয়মের আওতায় পড়লে তাঁদের মৃত্যুর পর দুটি পরিবারিক পেনশন পাবেন সন্তান।”
আরও পড়ুন : দিল্লির কৃষি আন্দোলনে ” শহীদ ” কৃষকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল
উল্লেখ্য, এর আগে দু’টি পারিবারিক পেনশনের ক্ষেত্রে সর্বাধিক ৪৫,০০০ টাকা এবং ২৭,০০০ টাকা পাওয়া যেত। তবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বাধিক মাসিক বেতন ৯০,০০০ টাকার ৫০ শতাংশ এবং ৩০ শতাংশ হারে এই পেনশন মিলত। তবে এবার থেকে সেই অর্থটা বেড়ে ২.৫ লাখ টাকার ৫০ শতাংশ তথা মাসিক ১.২৫ লাখ টাকা এবং ৩০ শতাংশ তথা মাসিক ৭৫,০০০ টাকা হতে চলেছে
লেখা সুপর্ণা পোদ্দার