দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :কয়লা পাচার কান্ডে এবার অভিষেক বন্দোপাধ্যায় কে নোটিশ দিতে আজ তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে হাজির হলেন সিবিআইয়ের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিশ দিয়ে সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে।
জানা গেছে কয়লা পাচার কান্ডের মূল চক্রী বিনয় মিশ্রের সাথে তৃণমূল যুব কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের যোগসূত্র থাকার খবর মিলেছে। উল্লেখ্য ইতিমধ্যেই বিনয় মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। তাঁর খোঁজ পেতেই অর্থাৎ কয়লা পাচার কাণ্ডের তদন্তে সহযোগিতা করার জন্যই অভিষেক বন্দোপাধ্যায় কে এই নোটিস দেওয়া হচ্ছে বলে খবর।
আজ দুপুরে সিবিআই-এর পাঁচ জনের একটি টীম যান অভিষেকের কালীঘাটের ১৮৮ ‘শান্তিনিকেতন’ বাড়িতে। বাড়ির বাইরে ছিল প্রচুর পুলিশ কর্মী।অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন সিবিআইয়ের এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসার সমান ।