30 C
Kolkata
Thursday, June 8, 2023
More

    স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে হাসপাতালের লাইসেন্সই বাতিল করার হুঁশিয়ারি দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:রাজ্যের স্বাস্থ্যসাথীর কার্ড ফিরিয়ে দিলে রাজ্যের হাসপাতাল গুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। গতকাল এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যদি স্বাস্থ্যসাথী কার্ডের রোগীদের ফিরিয়ে দেন তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্স বাতিল হতে পারে। ছাড় পাবে না কর্পোরেট হাসপাতালও।

    আরো পড়ুন:বিজেপি বনাম তৃণমূলের ভোট যুদ্ধে এবার সামিল হল গাছ নিয়ে “ধ্বংস” বনাম “সৃষ্টি”র তরজা

    উল্লেখ্য রাজ্যের বেশ কিছু হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ফিরিয়ে দেওয়া হয়েছে।এই ঘটনায় বিরোধীদের প্রতিবাদের মুখে পড়ে বিষয়টি নিয়ে মঙ্গলবার বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এরপরেই একটি বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে ১০টির বেশি শয্যা রয়েছে,এমন হাসপাতালগুলি বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথীর আওতায় আসবে। রোগীকে ফেরানো যাবে না। নির্দেশ অমান্য করলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের ৩ এবং ৭ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    এবিষয়ে গতকাল ,মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘স্বাস্থ্যসাথীর রেট নিয়ে হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে আমাদের আবেদন ছিল, যাতে কাউকে ফিরিয়ে না দেওয়া হয়। তাদের রেট চার্ট নিয়েও আমরা আলোচনা করেছি।”

    উল্লেখ্য , কর্পোরেট ও বড় নার্সিংহোমের দাবি মেনেই রোগী পরিষেবার প্যাকেজ রেট অনেকটাই বাড়ানো হয়েছে। এপ্রসঙ্গে মুখ্যসচিব ঘোষণা করেন,”চিকিৎসার ক্ষেত্রে বেশিরভাগ প্যাকেজেই ১৫-২০ শতাংশ রেট বৃদ্ধি করা হচ্ছে।মূলত পাঁচ ধরনের চিকিৎসার ক্ষেত্রে রেট বাড়ানো হয়েছে।তার মধ্যে রয়েছে ICU, কার্ডিও থোরাসিক, CAPD ইত্যাদি। এছাড়া সাধারণ অপারেশনের ক্ষেত্রেও ১০ থেকে ১৫ শতাংশ রেট বৃদ্ধি করা হয়েছে। “

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...