দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দিল্লির এইমস থেকে ভারত বায়োটেকের দেশীয় টীকা ‘কোভ্যাকসিন’-এর প্রথম ডোজ় নিয়েছেন।টিকা নেওয়ার সেই ছবি টুইট করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি।এদিন এই টিকা নেওয়ার পাশাপাশি দেশের প্রথমসারির করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এছাড়া এদিন এই যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দেশের সমস্ত বৈজ্ঞানিককেও ধন্যবাদ জানান তিনি।
এদিন টীকা নেওয়ার পর সেই টীকা নেওয়ার ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন “এইমস-এ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলাম। আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা এত কম সময়ে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াইয়ের এই শক্তি আবিষ্কার করে বিশ্বকে শক্তিশালী করেছে। আমার অনুরোধ, যাঁরা এই মুহূর্তে কোভিড ভ্যাকসিন নেওয়ার যোগ্য অবশ্যই নিয়ে নিন। আমাদের সকলকে একসঙ্গে মিলে কোভিড-১৯ মুক্ত ভারত গড়তে হবে।”
উল্লেখ্য আজ থেকেই দেশজুড়ে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় দফার টিকাকরণ।আজ টীকা নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন “টিকা দিয়েও দিলেন, এদিকে বুঝতেও পারলাম না।জানা গেছে ২৮দিন পর কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা কুর্তা,এবং অসমের গামছা।
আজ প্রধানমন্ত্রী কে টীকা দিয়েছেন পুদুচেরির সিস্টার পি নিবেদা ও কেরলের সিস্টার রোসাম্মা অনিল।প্রধানমন্ত্রী কে টীকা দিয়ে আপ্লুত সিস্টার পি নিবেদা বলেন, “আমি ভ্যাকসিন সেন্টারের দায়িত্বে ছিলাম। আজ সকালে আমায় আচমকাই ডাকা হয়, তখনই জানতে পারি যে প্রধানমন্ত্রী স্যার আসছেন। ওনার সঙ্গে দেখা করতে পেরে খুবই খুশি।”