দ্যা ক্যালকাট মিরর ব্যুরো:-বাজার করে বাড়ি ফেরার পথে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর।মঙ্গলবার এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই শহরের হালদারদিঘি মোড়ে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,ঘাটালগামী একটি তেলের ট্যাঙ্কার হালদারদিঘি মোড় পেরনোর সময় সামনে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর।
মৃত সাইকেল আরোহীর নাম রামপদ সরেন(৪০),ক্ষীরপাই পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ,তারাই মৃতদেহ উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠায়।ঘাটালগামী ঘাতক ওই তেলের ট্যাঙ্কারের পিছু নিয়ে ধাওয়া করে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।ক্ষীরপাই-ঘাটাল রাজ্যসড়কের দুধারে বেআইনি ভাবে মজুত থাকে ইমারতি সামগ্রী,তার জেরেই এদিনের এই পথদূর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের।
রিপোর্ট:-শুভ চক্রবর্তী