The Calcutta Mirror Desk :
বঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বুথ লেভেল এজেন্ট নিয়োগে তৃতীয় স্থানে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক নম্বরে রয়েছে বিজেপি, তৃণমূলকে ছাপিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। সাধারণত নির্বাচনের সময়ে বিরোধী দল গুলোর অভিযোগ থাকে, বুথে তারা তাদের এজেন্ট বসাতে পারছে না। শাসকদলের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ থাকে। কিন্তু এক্ষেত্রে তৃণমূলের এজেন্ট সংখ্যা সবথেকে কম।
বিজেপি-র BLA-২ সংখ্যা ৬৩ হাজার ৯৪০। তৃণমূল দিতে পেরেছে ২৪ হাজার ৮৫৮। কংগ্রেস দিতে পেরেছে ৫ হাজার ৭৯৭। সিপিএম দিতে পেরেছে ১৮ হাজার ৭০৬।


