দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নারীদিবসে এবার এক অনন্য উদ্যোগ নিল আইএফএ। আজ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে কলকাতার একটি নামকরা হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আইএফএ-র পক্ষ থেকে, যার নাম “অনন্যা সম্মান”। এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় মূলত বাংলার বিভিন্ন কৃতী ফুটবলারদের মা এবং সহধর্মিনীদের, যাদের উৎসাহ ও অবদান এই ফুটবলারদের জীবনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই “অনন্যা”-দের বিশেষ সম্মান জানিয়ে আইএফএ এক অনন্য নজির স্থাপন করল।


এদিনের অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী। এছাড়া এসসি ইস্টবেঙ্গলের দুই গোলকিপার দেবজিত মজুমদার, শুভম সেন, প্রাক্তন জাতীয় ফুটবলার দেবজিত ঘোষ, মেহতাব হোসেন এবং ভারতীয় মহিলা ফুটবল দলের সদস্যা অদ্রিজা সরখেল প্রমুখ কৃতী বাংলার খেলোয়াড়দের মায়েদের আজ সম্মানিত করেছে আইএফএ।
এই সম্পর্কে আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন,”আইএফএ খেলার স্বার্থে বেশ কিছু বড় ও সাহসী পদক্ষেপ নিয়ে চলেছে এই ‘অনন্যা সম্মান’ সেই দিশায় যাওয়ার আরো একটি বিরাট প্রচেষ্টা।”
এরপর আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন যে,”আমরা এই নারীদের সম্মানিত করতে পেরে খুশি। এটি নিঃসন্দেহে একটি অভিনব ইভেন্ট। আমি চাই সকল খেলোয়াড় এবং তাদের পরিবার যেন ভালো সময় কাটান।”
সুতরাং সবশেষে বলাই যায় যে, কৃতি খেলোয়াড়দের সাফল্যের পিছনে যে সকল নারীদের অক্লান্ত পরিশ্রম থাকে, তাদের সম্মানিত করে ভারতীয় তথা বাংলা ফুটবলে এক অনন্য নজির স্থাপন করল আইএফএ। ভবিষ্যতেও আইএফএ-র তরফ থেকে এরূপ অনন্য উদ্যোগ দেখা যাবে,এরূপ আশা রাখা যেতেই পারে।