দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বহুদিন পর আজ আবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে অল্পবেশী বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আলিপুর আবওহাওয়া দপ্তর। মূলত পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এরপর আবার আগামী ১৩ তারিখ পশ্চিমের এই চার জেলায় এরূপ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিনদিন। বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢোকার ফলে এবং ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে এই বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামীকাল, কলকাতায় আকাশ মেঘলা থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪⁰ সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪⁰ সেলসিয়াস-এর আশেপাশে। তবে, কলকাতা কিংবা সংলগ্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২১ সালে এই প্রথমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এবছর শীতকাল অত্যন্ত হওয়ার কারণে এবং কোনরুপ পশ্চিমী ঝঞ্জা না থাকার কারণে বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে কোনরূপ বৃষ্টিপাত দেখা যায়নি। এখন আগামী দিনে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত সঠিক সমান হয় কিনা, সেটাই দেখার।