দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : একুশের নির্বাচনের সেরা চমক যেন রাজনৈতিক শ্লোগান আর ডিজে গান।ডানপন্থি দলগুলো তো বটেই। পাশাপাশি প্রাচীনপন্থী বাম ও বাম শরীকদলগুলিও মেতেছে চটুল শ্লোগান আর ডিজে গানে। আর এর রেশ এসে পৌঁছেছে বাঙালির পাতেও। বর্ধমানে একটি মিষ্টির দোকানে হাজির এবার রাজনৈতিক শ্লোগানে ভরা সন্দেশের ডালি। বর্ধমানের তিন প্রসিদ্ধ মিষ্টান্ন – সীতাভোগ, মিহিদানা ও ল্যাংচার পাশাপাশি মিষ্টান্ন ভান্ডারে নজর কাড়ছে ‘খেলা হবে’ সন্দেশ। এমন মিষ্টান্ন হাতের কাছে পেয়ে উচ্ছসিত ভোটাররাও।
এবারের বিধানসভা ভোটে ‘খেলা হবে’ শ্লোগানটা যেন একটু বেশি হিট করে গিয়েছে। ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গিয়েছে ‘খেলা হবে’ শ্লোগান। তৃণমূল প্রধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতা-কর্মীদের মুখে তো অহরহ শোনা যাচ্ছে ‘খেলা হবে’ শ্লোগান। বর্ধমানের নেতাজী মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার সৌমেন দাস জানালেন, এইসব দেখেই ‘খেলা হবে’ সন্দেশ তৈরির পরিকল্পনা তাঁর মাথায় আসে। আর এবারের বিধানসভা ভোটে মূল লড়াইটা যেহেতু তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তাই এই দুই দলের প্রতীক বিশিষ্ট সন্দেশও তিনি তৈরি করেছেন।
ছানা ও খাঁটি নলেন গুড় সহযোগে তৈরি হয়েছে বিজেপির পদ্মফুল মার্কা সন্দেশ। দামে বিজেপির পদ্মফুল মার্কা সন্দেশ একটু বেশি। সঙ্গে বিক্রিও বেশি। পদ্মফুল মার্কা সন্দেশ বিক্রি হচ্ছে ১৫ টাকা পিস দরে। আর তৃণমূলের জোড়াফুল মার্কা সন্দেশ প্রতি পিস ১০ টাকা । এছাড়াও নলেন গুড় আর রাবড়ি দিয়ে তৈরী সবচেয়ে বড় আকর্ষণ ‘খেলা হবে’ সন্দেশ। দাম রাখা হয়েছে প্রতি পিস ১০ টাকা। ভোট যত এগিয়ে আসছে মিষ্টির চাহিদার পাল্লা ততই বাড়ছে।
আরও পড়ুন : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ক্রেন চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের, শুরু রাজনৈতিক তরজা
এক ক্রেতা অনুপ রায় বলেন , “সন্দেশগুলো দেখতে বেশ দারুন। তাই নিয়ে গেলাম বাড়ির জন্য।যাই বলুন, রাজনীতি যেন এবারে মানুষের পেটের মধ্যে ঢুকে পড়ল।”