দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ৩০ মিনিটে ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। বজ্রাঘাতে গুরুতর জখম তিন জন। আশঙ্কাজনক অবস্থায় আরো এক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের মহেশপুর গ্রামের ঘটনা।
বুধবার বিকেল থেকে হঠাৎ বৃষ্টি, আর ঝড় শুরু হয়। সন্ধ্যের সময় হঠাৎ তা ব্যাপক আকারে দেখা দেয়। সাথে চলতে থাকে বজ্রবিদ্যুৎ । এতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বজ্রাঘাতে আহত হল একই পরিবারের দুই জন।
স্থানীয় সূত্রে জানা যায়,চন্দ্রকোনার মহেশপুর গ্রামের বাসিন্দা রুপসোনা খান রেজিনা খান ও আনসুরা বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ির সামনে বারান্দায় বসেছিলেন । তখনই বাড়ির সামনে বাজ পড়ে তিনজনেই আহত হন।
আরও পড়ুন : স্বাস্থ্য সাথী কার্ডের দৌলতে নতুন জীবন পেলেন চন্দ্রকোণার তরুণী
পরিবারের লোকেরা তড়িঘড়ি আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অপর জনেরশারীরিক অবস্থা অবনতি হওয়ায় পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শেষ পাওয়া খবরে অনুযায়ী দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।