দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এবারে আর “দাদা আমি সাথে পাছে থাকি না” নয়, বরং “স্বাস্থ্যস্বাথী ঢপের কার্ড”, এরকমই একাধিক রাজ্যসরকার বিরোধী কটাক্ষ উঠে এল রুদ্রনীল ঘোষের কবিতায়। অভিনেতা বহুদিন আগে থেকেই বাস্তবতা ও সামাজিকতার ভিত্তিতে একাধিক কবিতা আবৃত্তির ভিডিও শেয়ার করেন। এবারে তাতে সরসরি পক্ষপাতিত্বমূলক রাজনীতির রং। রুদ্রনীলেন কাল্পনিক চরিত্র দত্ত বাবুর ক্ষোভ, “গ্র্যাজুয়েট ছেলে টোটো চালায় কিম্বা বেচে চপ। আর কতদিন সহ্য করব কাটমানি আর ঢপ। “
সম্প্রতি অভিনেতার প্রকাশিত এই আবৃত্তি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি সদস্য রুদ্রনীল এবার নির্দ্বিধায় নিশানা করলেন রাজ্যসরকার তথা মমতা বন্দোপাধ্যাকে। তুলে আনলেন একাধিক বিতর্কমূলক প্রসঙ্গ। রুদ্রনীলের প্রতিবেশী দত্ত বাবুর প্রশ্ন, “মঈদুল কেন মরল?” সঙ্গে একাধিক রয়েছে একাধিক কটাক্ষ। বললেন, “ক্লাব আর পুজোয় দেদার টাকা কিসের জন্য ঢালা? এসব করে রাজ্য ফতুর, গায়ে ধরে না জ্বালা!” এইধরণেই একাধিক আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ পেয়েছে রুদ্রনীলের কবিতায়।
https://www.facebook.com/watch/?v=764020087564636
আরও পড়ুন : এবার ‘খেলা হবে’ বাঙালির পাতে! বিক্রি চলছে ‘ঘাসফুল’ আর ‘পদ্ম’ মার্কা সন্দেশও
অভিনেতা পূর্বেই একাধিকবার রাজ্যসরকারের প্রতি ক্ষোভ উগড়েছেন। এবার তা আবৃত্তীর উপাদান হল। অভিনেতারকমেন্ট বক্সে রাজনৈতিক বিতর্কমূলক মন্তব্য তো রয়েইছে। পাশাপাশি শিল্পীর লেখা ও আবৃত্তির প্রতিভাকে সেলাম জানিয়েছে একাধিক নেটিজেন।