দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দি এক্সপ্রেসের পৌঁছে আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়ালো যাত্রীদের মধ্যে। লোকো পাইলট আর গার্ডের সতর্কতার কারণে ট্রেনটিকে মাঝপথে থামানো হয় এবং রেলের আধিকারিকদের কাছে খবর পাঠানো হয়। জানা যাচ্ছে যে লোকো পাইলট ব্রেক কষে শেষ পর্যন্ত ট্রেনটিকে রাজাজি জঙ্গলের কাছে থামিয়ে দেন।
এরপর শুরু হয় কোচ সি-৪ খালি করার কাজ। তৎপরতার সঙ্গে যাত্রীদের অন্য কোচে আনা হয়। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেই কারণে কোচটিকে বাকি ট্রেন থেকে আলাদা উপরে দেওয়া হয় বলে খবর। সুখের খবর এইযে কোচ সি-৪-এর কোন যাত্রীর সেভাবে কোনো হয়নি হয়নি। সকলেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। যাত্রীদের অন্য অন্য কোচে তার অন্তরিত করার পর আবার ট্রেনটি রওনা দেয় দেরাদুনের উদ্দেশ্যে। দেরাদুন স্টেশনে অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যকর্মীদেরও ব্যবস্থা করা হয়। সাথে ছিলেন নিরাপত্তারক্ষী এবং পুলিশ আধিকারিকরা।
দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঐ কোচে মোট সওয়ার ছিলেন ৩৫ জন যাত্রী। সকলেই সুরক্ষিত থাকলেও কি কারনে এই আগুন লাগল তা নিয়ে তৎপর প্রশাসন। প্রাথমিক অনুমান অনুযায়ী, কোচের মধ্যে শর্ট-সার্কিট থেকেই ঘটেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড।