দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন মেঘালয়ের রাজ্যপাল সত্য পাল মালিক। উত্তরপ্রদেশে নিজের শহরে একটি কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এরকম মন্তব্য করেছেন। তার কথা অনুযায়ী, সরকারের উচিত কৃষকদের অন্তত একটি দাবিকে মান্যতা দেওয়া।
তার কথা অনুযায়ী, এমএসপি সংক্রান্ত আইনে যে বদলের দাবি কৃষকেরা করছে, তা যুক্তিযুক্ত। একইসঙ্গে তিনি এও জানান যে, তিনি নিজেও একজন কৃষক পরিবারের সন্তান। তার বাবা নিজে ছিলেন একজন কৃষক। তাই তিনি কৃষকদের দুঃখ-দুর্দশা, মানসিক যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন।
এবিষয়ে তিনি আরো বলেন যে, একজন রাজ্যপাল হিসেবে এই বিষয়ে তার কোনো মন্তব্য করা উচিত নয়, কিন্তু তিনি কৃষকদের দুঃখ-দুর্দশায় এতটাই কাতর এবং সমব্যথী যে, এই নিয়মটি ভঙ্গ করতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে তিনি এও জানান যে, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ-কে দুটি চিঠি লিখেছিলেন, কিন্তু তার কোন জবাব পাননি।
তিনি সরকারের উদ্দেশ্যে অনুরোধ করেন যে, কৃষকদের জন্য একেবারে খালি হাতে ফেরানো না হয়,এবং তাদের যেন কোনো অবস্থাতেই গ্রেফতার করা না হয়। এখন দেখা যাক, মেঘালয়ের রাজ্যপালের এই অনুরোধে আদৌ কান দেয় কি না কেন্দ্রীয় সরকার।