দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সামনেই বিধানসভা নির্বাচন, বিজেপি যদি শাসনে আসে তাহলে নবান্নতেই বসবেন কমলা শিবিরের মুখ্যমন্ত্রী। ভোটের এক সপ্তাহ আগে মোদির মঞ্চেই জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পাশাপাশি মমতাকে বিঁধে দিলীপ ঘোষ বললেন ২রা মেয়ের পর কালীঘাটের অবসর কাটাবেন মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি দাবি করেন বিজেপি ২০০টি আসন নিয়ে জিতবে এবং সোনার বাংলা গড়বে।
যদিও এর আগে সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র শামিক ভট্টাচার্য্য বলেছিলেন বিধানসভায় জেতার পর নবান্ন থেকে প্রশাসনিক কার্যালয় রাইটার্স বিল্ডিং এ নিয়ে আসবেন, এছাড়া তিনি বলেছিলেন রাইটার্স বিল্ডিয়ের সঙ্গে শুধু সরকারি কর্মচারী নয় সামগ্রিক ভাবে বাংলার ও বাঙালির আবেগ জড়িয়ে আছে। সেই স্বাধীনতা আন্দোলনের সময় এর ইতিহাসের পাতা ঘাটলে রাইটার্স বিল্ডিং এর ঐতিহ্য খুঁজে পাওয়া যাবে, রাজ্যের বহু উত্থান-পতনের সাক্ষী এই রাইটার্স বিল্ডিং।