দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অবশেষে অল ইংল্যান্ড ওপেনে শেষ হলো সিন্ধুর জয়যাত্রা। মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে বদলে গেল সম্পূর্ণ গল্পটা। ১৬ ঘণ্টা আগেই অল ইংল্যান্ড ওপেন-এর কোয়ার্টার ফাইনালে ব্যাডমিন্টন কোর্টে সিন্ধুর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাপানের আকানে ইয়ামাগুচিকে কার্যত উড়িয়ে দিয়েছিলেন সিন্ধু। খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ছিল ১৬-২১, ২১-১৬, ২১-১৯ । জাপানি তারকা শেষ তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছিলেন।এমন প্রতিপক্ষকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেন জেতার আশা জাগিয়েছিলেন সিন্ধু।
কিন্তু সেমিফাইনালে কার্যত নিজের ভুলেই হেরে গেলেন তিনি। সেমিফানালে তার প্রতিদ্বন্দ্বী পর্ণপায়ী বিশ্ব ক্রমতালিকায় সিন্ধুর থেকে অনেক নিচে থাকলেও,এই ম্যাচে তিনি সিন্ধুর থেকে কম ভুল করেন। ম্যাচের পর এই সম্বন্ধে বলতে গিয়ে সিন্ধু বলেছেন যে,”প্রথম গেমে আমি তিন পয়েন্টে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারলাম না। ও যা মেরেছে, তাই লাইনের মধ্যে পড়েছে। আর আমি যা মেরেছি, তা সব বাইরে। আসলে দিনটা আমার ছিল না। আমার নিজের ভুলেই আমি ম্যাচটা খুইয়েছি।” তার সংযোজন,”সব কিছুতেই আমি শিক্ষা নিই। আজকের ভুলটা আমাকে অনেক শিক্ষা দিল। নিজেকে আরও প্র্যাক্টিসে ডুবিয়ে রেখে এই ভুলগুলো শোধরাতে হবে।”