29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    জর্জিয়ায় এশিয়ান-আমেরিকানদের প্রতি বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠলো সেখানকার সাধারণ মানুষ, সঙ্গত দিলেন প্রেসিডেন্ট জো বাইডেনও….

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার বর্ণ বৈষম্য, এশিয়ান আফ্রিকান বিভিন্ন বিদেশীদের উপর ভেদাভেদ এবং নারীবিদ্বেষের প্রতিবাদে পথে নামলেন আমেরিকা যুক্তরাষ্ট্র-এর জর্জিয়া প্রদেশের আটলান্টা নামক স্থানের হাজার হাজার মানুষ। বিগত সপ্তাহে আটলান্টার কয়েকটি ম্যাসাজ পার্লার এবং স্পায়ে 8 জনকে গুলি করে খুন করে ২১ বছরের শ্বেতাঙ্গ এক যুবক যার নাম রবার্ট এ লং। এই ঘটনায় কার্যত স্তম্ভিত আটলান্টার সাধারণ মানুষেরা। নিহত আট জনের মধ্যে ছয় জনই এশিয়ান-আমেরিকান । আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভের পারদ ঊর্ধ্বগামী। গত শনিবার এই হত্যার প্রতিবাদে আটলান্টার রাস্তায় নামেন সেখানকার সাধারণ মানুষ।

    জাতি-বর্ণ-ধর্ম-বয়স নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে মানুষের এই প্রতিবাদ ছিল লক্ষণীয়। এই আন্দোলনের মাধ্যমে সেখানকার সাধারণ মানুষেরা সৌভ্রাতৃত্বের বার্তা দিতে চাইলেন প্রতিটি এশিয়ান-আমেরিকান মানুষকে, যারা কোনো না কোনোভাবে জাতি, ধর্ম, লিঙ্গ ও বর্ণবৈষম্যের শিকার।

    এই বিক্ষোভের যারা যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেনেটর রাফায়েল ওয়ার্নক, সেনেটর জন ওস্ফ, জর্জিয়ার প্রশাসনিক কর্তা বি গুয়েন প্রমূখ। আন্দোলনের অন্যতম মুখ সেনেটর ওয়ার্নক বলেন যে,”আমি আমার এশীয় ভাইবোনেদের বলতে চাই, আমরা সবাই পাশে আছি। আমরা সবাই একসঙ্গে আছি।”

    জর্জিয়ায় ঘটা এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। গত শুক্রবার তিনি কোনরকম রাখঢাক না করেই এই বিষয়ে বার্তা দেন যে,”ভিন্‌দেশিদের ঘৃণা করা ও জাতিবিদ্বেষের ঘটনাগুলিকে আমেরিকা আর মেনে নিতে পারে না।” তার সংযোজন,”এই ঘৃণার বিষ দীর্ঘদিন ধরে আমেরিকাকে তাড়া করে বেড়াচ্ছে। বহু সময়েই এ সব নিয়ে নীরব থাকা হয়। কিন্তু নীরব থাকা মানে মেনে নেওয়া। আমাদের বলতেই হবে এ সবের কথা। কিছু করতেই হবে।”

    এখন এটাই দেখার যে,জর্জিয়ার অধিবাসীদের এই প্রতিবাদ ও জো বাইডেনের হুঁশিয়ারির পরে আমেরিকায় এশিয়ান-আমেরিকানদের প্রতি যে বিদ্বেষের বীজ আমেরিকার শ্বেতাঙ্গ তথা আদি অধিবাসীদের মধ্যে আছে, তা নির্মূল করা সম্ভব হয় কিনা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...