দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভবানীপুরে এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম নেতা অমিত শাহ।
ভবানীপুর অঞ্চলটি ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ বলে পরিচিত। এবারে তার এই ঘরের মাঠে দাঁত ফোটাতে অমিত অমিত শাহ ভবানীপুরের বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করলেন। এই অঞ্চলে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারই সমর্থনে এইবার দরজায় দরজায় ভোটভিক্ষা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সাধারণত অমিত শাহ কিংবা বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বকে রোড শো করতে কিংবা জনসভা করতেই বেশি দেখা যায়। কিন্তু এবার তৃণমূল সুপ্রিমোর ঘরের মাঠে এসে দরজায় দরজায় ভোট ভিক্ষা করার অভিনব স্ট্রাটেজি অমিত শাহ নিলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন তার এই প্রচারের প্রভাব ভবানীপুরের ভোটের ফলে কতটা পড়ে, সেটাই দেখার।