দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : একদিনে দেড়গুণ । মাত্র কদিনে রাজ্যে ছগুণ বেড়েছে করােনার দৈনিক সংক্রমণ !
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী শুক্রবার মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৩ হাজার ৬৪৮ জন । যার জেরে ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯৪ জন বেড়ে বঙ্গে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬০৩ জন ।
প্রতি ১০০ টি করােনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ১০ জন । বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ শতাংশ । ১ দিনে করােনা সংক্রমিতের সংখ্যা বেড়েছে সাড়ে আটশাের বেশি !
শনিবার রাজ্যে চতুর্থ দফার ভােটের আগেই , রাজ্যে নজিরবিহীন ভাবে বাড়ল করােনার গ্রাফ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী , মঙ্গলবার করােনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন । বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন । বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ২ হাজার ৭৮৩ জন । গত ২৪ ঘণ্টায় করােনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন। শুক্রবার রাজ্যে করােনায় মৃত্যু হয়েছে ৮ জনের ।
করােনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে , রাজ্যে তৈরি হয়েছে ভ্যাকসিন সঙ্কট। একাধিক হাসপাতালে শেষ হয়ে গেছে করােনার ভ্যাকসিন । সল্টলেক আমরি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে , শনিবার ভ্যাকসিনেশন বন্ধ রাখা হবে । উৎকণ্ঠা আরও বাড়িয়েছে অ্যাসােসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া । সংগঠনের সভাপতি জানিয়েছেন , কলকাতার বেশিরভাগ বেসরকারি হাসপাতালে রেমডিসিভির পাওয়া যাচ্ছে না । যােগান কম থাকায় এই সমস্যা তৈরি হয়েছে । আগের মতাে এই বিষয়ে সরকারি হস্তক্ষেপের দাবি করেছেন তিনি ।
শনিবার দুপুরে ICMR- এর পাের্টালে সমস্যা দেখা দেয় । ফলে করােনা রিপাের্ট আপলােড করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় ।
সংক্রমণ বাড়তেই সব স্কুল কলেজ ফের বন্ধ করল দিল্লি সরকার । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে সবসংক্রমণ বাড়তেই সব।
লেখা: সৌমিতা পাল